আমাদের কথা খুঁজে নিন

   

আজাইরা ও হইতে পারে, আবার কাজে ও লাগতে পারে, আমার কাজে লেগেছে।

কিছু নিজের লেখা আর কিছু নেট থেকে ঘষামাজ়া করা, কেউ অন্য কোথাও লিখতে চাইলে প্লিজ জানাবেন ©

ইচ্ছা জাগলো মনটা একটু হালকা করবেন। একটু রেফ্রেশিং মোড। মনে পড়লো পুরানো দিনের একটি সিডি শুনার। অনেক কষ্টে খুঁজে বের করে লতার সেই সিডি যেই বাজাতে গেলেন,দেখেন সুরেলা কন্ঠের পরিবর্তে গর গর শব্দ। কম্পিউটারের ভিতরে চিকার চিহি চিহি গান।

মনের দুঃখে সিডি খানা আচাড় দিয়ে ভাংগতে যাবার পূর্বে একবার শেষ দেখা দেখার জন্য সিডির উপর চোখ বুলালেন,দেখেন পুরা সিডির উপর কাটা ছেড়া দাগ। বাদ দিলেন সিডি। এবার ইচ্ছা জাগলো, মুগলে আযম ছবিটা দেখার। ভিডিও প্লেয়ারে যেই ঢুকালেন, সেই একই দূর্গতি। মনটা বেজায় খারাপ।

দুঃখ করনের কিছু নাই। বহুত ফাউল প্যাচাল হলো। চলেন এবার এই কাটা ছেড়া দাগ ওয়ালা সিডি দুখানা নয়া চক চকা করে মনের আনন্দে গান শুনি আর ছবি দেখি। সিডি কামার,মানে যে কামারের কাম করে,যে জিনিসগুলো অবশ্যই দরকারী মনে করে। ১।

টুথ প্যাস্ট-- কলগেট, ক্লোজ আপ, একুয়াফ্রেশ একটা হলেই হলো। ২। পিনাট বাটারের জেলি, ৩। কোল্ড ড্রিংকস---কোক, পেপসি,ফান্টা ,সেভেন আপ যেটা আপনে খাইয়া আরাম পান, অথবা ফ্রীজের ভিতরে যাই আছে। ৪।

একটা প্লাস্টিকের বাটি, ৫। পরিস্কার তোয়ালে। এসব জিনিস যোগাড় করে , এবার সামহুয়ারের কাছ থেকে ১০ মিনিটের লাইগা ফুটেন। সিডির সাদা কাটা ছেড়া দাগওয়ালা জায়গার উপর, টুথ ব্রাশের উপর যে পরিমাণ পেস্ট লাগান সে পরিমান পেস্ট নিয়ে পুরোদমে লেপে দেন। যারা কৃপণ তাদের একটু উদার হতে হবে ।

তারপর এর উপরে পিনাট বাটারের জেলি আলতো করে লাগিয়ে দিন। লাগানোর পর সিডিখানা এবার প্লাস্টিকের বাটির ভিতরে রাখেন। কেউ না দেখে মতো এবার এক ফাঁকে আংগুলে লাগানো পিনাট বাটারের জেলি চুষতে পারেন। অবশ্য মনে রাখবেন এই চুষার সাথে সিডি পরিস্কারের কোনো সম্পর্ক নাই। বাটির ভিতরে এবার কোক/পেপসি/সেভেন আপ দিয়ে ভালো করে ভিজিয়ে দিন।

সব টুকু না দিলেও চলবে, কারণ খাটা খাটুনি করতে করতে গলা শুকিয়ে গেলে একটু ভিজিয়ে নেয়ার জন্য কাজে লাগবে। এবার বাটি বন্ধ করে ঝাকাতে থাকুন। মিনিট পর সিডি খানা বের করে এনে পরিস্কার তোয়ালে দিন পরিস্কার করে নিন। তারপর মনের আনন্দে প্লেয়ারে বাদ্য বাজান শুনেন। বেশী বোরড হয়ে গেলে, দুমাইয়া আস্তিক নাস্তিকরে আর নাস্তিক আস্তিকরে গালাগালি দিয়া মনের খায়েশ মিটান।

কঠিন কথা বলে ফেললাম, গালি দেন দেখবো না,তবে মাইনাস দিবেন না। টাপাইতে অনেক কষ্ট হয়। নেট থেকে পাওয়া। ইংরাজি লিংক খুঁজে পেলে পরে এ্যড করা হবে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।