আমাদের কথা খুঁজে নিন

   

মাননীয়া প্রধানমন্ত্রী সমীপে

কানাকে কানা, খোঁড়াকে খোঁড়া বলিও না, ইহাতে উহারা কষ্ট পায়

আপনার উপর তথা দেশবাসীর প্রতি আল্লাহর খাস রহমত নাজিল হোক। ইতিমধ্যে আমরা জেনেছি ক্ষমতা গ্রহণের পর থেকে নানা সমস্যার মধ্যদিয়ে আপনাকে দিননাতিপাত করতে হচ্ছে। এতো কিছুর পরেও আপনি মহানবীর পবিত্র রওজা মুবারকসহ পবিত্র হজ্বব্রত পালনে সঙ্গীয় 41 জনকে নিয়ে গেছেন এবং সফলভাবে তা সম্পন্ন করে আজই দেশের উদ্দ্যেশ রওয়ানা হবেন। আল্লাহ আপনার এবং আপনার দেশের মঙ্গল করুন। সমালোচনাকারী, নিন্দুকেরা যাই বলুক না কেন, আপনি যে একজন সাচ্চা মুসলমান তাতে আম জনতার কোনই সন্দেহ নেই।

বঙ্গবন্ধুর মতোই আপনার পাশে চাটার দলকে দেখতে পাচ্ছি, তারা যতই আপনাকে ধর্মনিরেপক্ষবাদী নেত্রী বলে আখ্যায়িত অথবা ভুলপথে পরিচালিত করতে চাইলেও আপনি সঠিক পথে আছেন। পবিত্র ক্বাবা শরীফে আপনার দু’হাত তুলে মোনাজাতের দৃশ্য আমরা গুনাগার বান্দারা দেথে আবেগে আপ্লুত হয়েছি। আহারে! এভাবে যদি আমরা আমাদের পাপ মোচনের জন্য মহান আল্লাহ তালার দরবারে প্রার্থনা করতে পারতাম! পানি নেই, বিদ্যুৎ নেই, দেশের এই সংকটজনক মূহুর্তে এতো টাকা খরচ করার টাকা কোথায় পেলেন ইত্যাদি নিয়ে ষ্টুপিড পাবলিক প্রশ্ন তুলেও আমি সেদিকে যাচ্ছি না। নির্বাচনের আগে আপনার হিজাব পড়া নিয়েও যারা কটাক্ষ করেন,তারা আপনার শুধু সমালোচনাই করবে কিন্তু সঠিক দিক নির্দেশনা দিবে না। আপনিই সঠিক পথে এগুচ্ছেন।

খালেদার বাড়ি অবৈধ দখলমুক্ত করা নিয়ে অথবা বিদ্যুৎ পানি নিয়ে জনগণের কোন হাহাকার নেই। আর যদি এগুলো নিয়ে কোন আন্দোলন হয় তবে তা কঠোর হস্তে দমন করার যে হুংকার আপনার মন্ত্রীর কাছ থেকে জাতি শুনেছে তাতে জনগণ আর উচ্চবাচ্য করবে বলে মনে হয় না। বিডিআর সমস্যার সমাধান করতে আপনার পদক্ষেপ সঠিক কি বেঠিক তাও বলব না। আপনি যত দ্রুত পারেন,এর একটা সমাধান করুন। প্রয়োজনে এই নাম মুছে দিন।

নিরপরাধদের সাজা দিন, সমস্যা নেই, তারা পরকালে বিচার পাবে। আপনার হজ্জ্ব্ ব্রত আল্লাহ কবুল করবেন এই আশা করি। দেশের মানুষ যতই সমস্যায় থাকুক না কেন, আপনি বিশ্বনবী(সাঃ) এর দেশে গিয়ে হয়তো, হযরত ওমর(রাঃ)মত শাসক হতে পারবেন না, চেষ্টা করুন ক্ষতি কি? আপনার জন্য পবিত্র কোরআনের এই আয়াতগুলো তুলে ধরছি, পড়ে দেখুন আশা করি অনুধাবন করতে পারবেন। সুরা আল বাক্বারাহঃ আর মানুষের মধ্য কিছু লোক এমন রয়েছে যারা বলে, আমরা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান এনেছি অথচ আদৌ তারা ঈমানদার নয়। আয়াতঃ ৮ আল্লাহ এবং ঈমানদারগণকে ধোঁকা দেয়।

অথচ এতে তারা নিজেদেরকে ছাড়া অন্য কাউকে ধোঁকা দেয় না অথচ তারা তা অনুভব করতে পারে না। আয়াতঃ ৯ আর যখন তাদেরকে বলা হয় যে, দুনিয়ার বুকে দাঙ্গা-হাঙ্গামা সৃষ্টি কর না, তখন তারা বলে আমরা তো মীমাংসার পথ অবলম্বন করেছি। আয়াতঃ ১১ মনে রেখো, তারাই হাঙ্গামা সৃষ্টিকারী, কিন্তু তারা তা উপলদ্ধি করতে পারে না। আয়াতঃ ১২

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.