আমাদের কথা খুঁজে নিন

   

জানালার শিকে কোন তালা লাগাবো হে মাননীয়া??

........................... আমাদের প্রিয় নিতাই দা, ডাঃ নিতাই চন্দ্র দত্ত, ময়মনসিংহ মেডিকেল কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি, বি,এম,এ, কেন্দ্রীয় পরিষদের ই,সি, মেম্বার, নৃশংস ভাবে খুন হলেন গত বৃহস্পতিবার ভোর ৪ টায়। তার সরকারী বাসভবনে কতিপয় দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করল তাকে। আজ শুনলাম ৪ জন কে গ্রেফতার করেছে পুলিশ, তার মধ্যে জনৈক পিচ্চি কালাম নামে একজনও আছে। এই পিচ্চি কালাম চিহ্নিত সন্ত্রাসী। পুলিশ এর বক্তব্য অনুযায়ী তারা চুরির উদ্দেশ্যে জানালার শিক কেটে নিতাই দার বাসায় ঢোকে, তিনি জেগে গেলে তাকে কুপিয়ে হত্যা করে।

অনেক প্রশ্ন জাগে মনে, সন্ত্রাসী কেন চুরি করতে যাবে? ঈদ এর ছুটিতে এত মানুষ বাড়ি চলে গেল, তাদের বাড়িতে না ঢুকে চোরেরা কেন মানুষ আছে এমন একটি বাসায় ঢুকল? যদি নতুন জামা কাপড়ের লভে ঢুকে থাকে, তাহলে এত মুসলিমদের বাসা বাদ দিয়ে হিন্দু নিতাই দার বাসায় কেন ঢুকল? নাকি চোখের সামনে যেই বাসা পেয়েছে, তাতেই ঢুকে গেছে!! (একটা গ্রুপ যখন চুরি করে, তখন এমন চিন্তা করাও হাস্যকর হয়ে যায়)। পুলিশ যদিও এটাকে চুরির কেস হিসেবে চালাতে চাইছে, তবুও বাংলাদেশ পুলিশের চেয়ে একটু বেশি বুদ্ধি সম্পন্ন মানুষ (১৬ কোটি মানুষের দেশে টোটাল পুলিশ এর সংখ্যা ৫০০০০ হিসেব করলে যে সংখ্যা ১৫ কোটি ৯৯ লক্ষ ৫০ হাজার) সহজেই বুঝবে এটা পরিকল্পিত হত্যাকাণ্ড, চুরি করতে গিয়ে এক্সিডেন্টাল খুনের কেস নয়। হায় রে বাংলাদেশের পুলিশ! তারা চার জন কে ধরার পর তাদের নাম প্রকাশ করেছে, সাথে আরও বলেছে যে আরেকজন আসামি রয়েছে, যাকে ধরা যায়নি, তদন্তের স্বার্থে তার নাম প্রকাশ করা হচ্ছে না! একটা গ্রুপের ৫ জনের মধ্যে ৪ জন কে ধরে যদি তাদের নাম প্রকাশ করে দেয়া হয়, তাহলে ৫ নাম্বার জনের কি সতর্ক হওয়ার কিছু বাকি থাকে!! তার নাম প্রকাশ না করে তাহলে পুলিশ কি তাকে আটকাতে চাচ্ছে, নাকি প্রটেকশন দিচ্ছে, এই প্রশ্ন এই ব্লগের সবার কাছে রইল। যাই হোক, সব কিছু মেনে নিলাম, মেনে নিয়েই একটা প্রশ্ন করতে চাই। কার কাছে করতে চাই, সেটা সবাই জানেন, তিনি ঈদ এর আগে সবাইকে নিজ দায়িত্বে ঘরে তালা মেরে যেতে বলেছিলেন।

তবে বলেন নাই যে ঘরে লোকজন থাকলেও চোর চুরি করবেই। এটা জানা থাকলে আমরা এতটা আতংকিত হতাম না, তিনি তো আগেই বলেছিলেন এই ভেবে নিশ্চিন্ত থাকতাম। যা হোক, তো সেই মহতীর কাছে প্রশ্ন রইল, দরজার তালা বাজারে কিনতে পাওয়া যায়, সেটা নাহয় কিনে লাগালাম, লোকজন ভেতরে থাকলেও এক্সট্রা প্রটেকশন হিসেবে বাইরে আরেকটি তালাও না হয় লাগালাম, কিন্তু জানালার শিকে আমরা কোন তালা লাগাবো হে মাননীয়া? দেশের মানুষের ঘর বাড়ি পাহারা দেয়া আপনাদের কাজ নয়, বেডরুম পাহারা দেয়া যে নয় সেটা তো আরেক মহা-মহিয়সী বলেই দিয়েছেন, মানুষের নিরাপত্তা বিধানের ঠিক কোন দায়িত্ব টা আপনাদের একটু বলবেন? শুনে কর্ণ যুগল ধন্য করতাম। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।