আমাদের কথা খুঁজে নিন

   

ঘটনাবহুল ২০০৭ বিদায় তোমায়......কম নয় ঘটনা ব্লগেও।

পরির্বতনের সময় এখন....

সময়ের বিবর্তনের সাথে সাথে কারো উত্থান আর কারো পতন হয়ে থাকে... সময়ের উত্থান পতনের বিচারে সবচেয়ে এগিয়ে আছে....২০০৭ বছরের শেষের দিকেও তার প্রভাব ল্ক্ষ্য করা গেছে......সাম্প্রতিক কিছু ঘটনা তারই সাক্ষ্য বহন করে... রাজনৈতিক,প্রাকৃতিক,খেলাধুলা.....সেই সাথে দ্রব্যমূল্য উর্দ্ধগতিতে জনজীবন সবই ছিলো....উত্তপ্ত....... উল্লেখযোগ্য কিছু ঘটনা.. ১. ডঃ ইউনুছ এর নোবেল প্রাইজ প্রাপ্তি ২. ১/১১ এর ঘটনা ও রাজনৈতিক অস্তিরতা। ৩. হাসিনা ও খালেদা গ্রেফতার। ৪. দু’দফা বন্যার কবলে বাংলাদেশ। ৫. বিশ্বকাপে বাংলাদেশের জয়। ৬. ঘূর্নিঝড়ে লন্ডভন্ড বাংলাদেশ।

৭. বিচার বিভাগ পৃথকীকরণ। ৮. বিভিন্ন দেশে আমেরিকার আগ্রাসন। ৯. সাদ্দামের মৃত্যু। ১০. ইয়াবার আক্রমন। ১১. বছরের শেষ দিনে বাংলাদেশের শোচনীয় হার(নিউজিল্যন্ড এর কাছে) এ ছিল এবছরের উল্লেখযোগ্য কিছু ঘটনা।

তবে বছরের শেষ প্রান্তে পাকিস্তানের রাজনৈতিক অবস্থা অস্থির হয়ে উঠে। তারই শুত্র ধরে বেনজীর ভুট্রোর উপর ১ম হামলা এবং ২য় হামলায় তার মৃত্যু। যা এ বছরের শেষে সবচেয়ে বেশী উল্লেখযোগ্য হয়ে উঠে। ব্লগ ২০০৭ এ কি ছিলো??? ১. মিথিলা নাটক এ ব্লগ তোলপাড়। ২. ”অপার বাস্তব” এর ফ্লপ জীবনি।

৩. জনপ্রিয় ব্লগারদের বড় একটা অংশের ব্লগ ত্যাগ। ৪. প্রেমিক হিসেবে কালপুরুষ এর উত্থান। ৫. প্রেমিকা হিসেবে মোঃ সুমির উত্থান্। ৬. অনেক ব্লগারের ব্যান। এ ছিল আমার তরফ থেকে......বাকি থাকলে আপনারা আরো সংযুক্ত করেন।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।