আমাদের কথা খুঁজে নিন

   

কোম্পানীগঞ্জে ২২ দিনেও উদ্ধার হওয়া শিশুর পরিচয় মিলেনি



নোয়াখালীর কোম্পানীগঞ্জের কেটিএম হাট থেকে ২২ আগে উদ্ধার হওয়া শিশুর পরিচয় পাওয়া যায়নি। কোম্পানীগঞ্জ থানা হেফাজতে থাকা শিশুটি গতকাল সোমবার সমকালকে জনিয়েছে তাঁর নাম রায়হান এবং তাঁর পিতার নাম রেজাউল হক। এর বেশি সেকিছুই বলতে পারেনি। শিশুটির গায়ের রং কালো। উচ্চতা আনুমানিক সাড়ে তিন ফুট।

সে বর্তমানে কোম্পানীগঞ্জ থানার হেফাজতে রয়েছে। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ জাকের হোসাইন জানান, গত ২৯ মার্চ উপজেলার পূর্বমোহাম্মদ নগর গ্রামের শাহজাহান কবির নামের এক ব্যাক্তি চরপার্বতী ইউনিয়নের কেটিএম হাট এলাকায় ওই শিশুটিকে একা কান্নাকাটি করতে দেখে তাঁর বাড়িতে নিয়ে যান। পরদিন তাঁকে থানার হেফাজতে রেখে যান। এর পর থেকে শিশুটি থানার তত্তাবধানে একজন গ্রামপুলিশের কাছে রয়েছে। তাছাড়া এবিষয়ে উপজেলা সমাজ সেবা অফিসেও বারবার যোগাযোগ করা হয়েছে।

কিন্তু তাঁদের কাছ থেকে কোন সাড়া পাওয়া যায়নি। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মজিবুর রহমান জানান, তাঁরা বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন। কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে শিশুটিকে ঢাকার মিরপুরস্থ ভবঘুরে আশ্রয় কেন্দ্রে পাঠানো হবে। #


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.