আমাদের কথা খুঁজে নিন

   

কঙ্কাল

চোখের আয়নায় প্রতিফলিত সার্থকতায় অনুপ্রাণিত প্রাণ

মরে যায়--- মৃতদের চোখে আলোবহুল পৃথিবীর ক্ষুধা আর রতির ক্রিয়া নিম্নশ্রেণির মাত্রায় মৃদুহাস্য আনে তবুও আলোর ঝিলিক কবে মুছে গেছে--- মরে গেছে পিদিমপ্রাণ আর আঁধারের টান--- টানের উৎসব ব্যাপ্ত রয়েছে যেন জলের যৌগ জীবনের ধারণ মুহূর্তে আজ কাকধর্মের রঙ এই দেশের কঙ্কালে প্রলেপ দিতেছে... আর সব মুক্তপাখি দূষিত আকাশে ক্রমশ কঙ্কাল হয়; আকাশেরও সততা ভিখিরী বিলাপে উড়ে যায় কল্পিত ঈশ্বরের করোটি ভেদ করে--- এই জামানার ঈশ্বরও কঙ্কাল... চারদিকে কঙ্কালের সন্তান বুনে যায় কঙ্কালায়িত সময়

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।