আমাদের কথা খুঁজে নিন

   

নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজ অধ্যক্ষের কার্যালয়ের জানালার গ্লাস



নোয়াখালী বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষের কার্যালয়ের জানালার গ্লাস ভাঙচুর করেছে অনার্স কোর্সে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা। সোমবার দুপুর পৌনে বারটার দিকে এই ঘটনাটি ঘটে। ঘটনার সঙ্গে জড়িতরা সবাই ছাত্রলীগ সমর্থিত বলে জানা গেছে। তবে; ছাত্রলীগর পক্ষ থেকে ওই ঘটনায় তাঁদের কোন কর্মি-সমর্থক জড়িত ছিলোনা বলে দাবি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল থেকে ভর্তি বঞ্চিত শিক্ষার্থীরা কলেজ অধক্ষের কার্যালয়ের আশাপাশে ভীড় করতে থাকে।

দুপুর পৌনে বারটার দিকে ৩০-৩৫ জনের একদল শিক্ষার্থী অধ্যক্ষের কার্যালয়ে যান। এসময় শিক্ষার্থীরা কোটা বৃদ্ধি করে বিভিন্ন বিষয়ের অনার্স কোর্সে ছাত্র ভর্তির দাবি জানান। এসময় অধ্যক্ষ ভর্তির বিষয়ে তাঁর সীমাবদ্ধতার কথা জানালে শিক্ষার্থীরা ক্ষুব্দ হয়ে ওঠে। এক পর্যায়ে তাঁরা অধ্যক্ষের কার্যালয়ের কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করে। অধ্যক্ষ প্রফেসর ড. নিমাই চাঁদ বিশ্বাস জানান, অনার্স কোর্সের বিভিন্ন বিষয়ের আসন সংখ্যার চেয়ে ভর্তিচ্ছু শিক্ষার্থী বেশী হওয়ায় একদল শিক্ষার্থী তাঁর কক্ষে গিয়ে তাঁদের ভর্তির দাবি জানায়।

এনিয়ে কিছুটা হইচই হয়েছে। এ সময় কিছু ছাত্র ক্ষুব্দ হয়ে কয়েকটি জানালার গ্লাস ভাঙচুর করে। তিনি বিষয়টি উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছেন বলে জানান। সদর (সুধারাম) উপজেলা ছাত্রলীগের সভাপতি নাজমূল আলম মঞ্জু মুঠোফোনে ভাঙচুরের ঘটনায় তাঁদের দলের কোন কর্মী-সমর্থক জড়িত ছিলো না। অনার্স কোর্সে ভর্তিচ্ছু সাধারণ শিক্ষার্থীরাই ওই ভাঙচুর চালিয়েছে।

খবর পেয়ে তিনিসহ অন্যান্য নেতৃবৃন্দ ক্যাম্পাসে গিয়ে ক্ষুব্দ শিক্ষার্থীদের শান্ত করেন। সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষনিক ক্যাম্পাসে পুলিশ পাঠান। অবশ্য এর আগেই পরিস্থিতি শান্ত হয়। তবে এবিষয়ে থানায় কোন মামলা হয়নি।



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.