আমাদের কথা খুঁজে নিন

   

৩০শে চৈত্র দিবানিশি - কলিগ হইছে খাটিদিশী

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

পুরাতন কলিগের ডেস্কে নতুন কলিগের আগমন। সৌভাগ্যবশত তার ইন্টারভিউ বোর্ডে আমিও ছিলাম। একটা প্রশ্ন ছিল এমন, পুনে থেকে কম্পিউটার সাইন্সে পাস কইরা কেন আপনি প্রজেক্ট এসিসটেন্ট হবেন? কলিগ বলে, আইটি জব খুঁজতে খুঁজতে জীবন শেষ হইয়া গেলো। আমি মনে হয় জীবনেও পামু না। এইজন্য আইটি জবই বাদ! আর খুজুম না। স্বাভাবিকভাবেই পরের প্রশ্ন, কতদিন থাকবেন এইখানে? ভাল জব পাইলে তো চইলা যাবেন! উত্তর শুনে আমরা থ! বলে, আনটিল লাস্ট ব্রেথ থাকুম! সেই কলিগের জায়গা হইছে আমার পাশের ডেস্কে। সকাল থেকেই দেখি পুরা বঙ্গীয় ভাষায় কথা বলতেছে। প্রথম দর্শনেই বললো, শুভ প্রভাত! আমি কই, থ্যাংকু! তারপরে পিয়নকে বললো, এক পাত্র চা দিয়ে যান! পিয়ন তো মনে হয় আকাশ থেকে পড়লো, সে পাত্র খুঁজে পাবে কোথায়! ফোনে কথা বলতেছে বসের সাথে, শুভ প্রভাত মহাশয়, আপনার নির্দেশাবলী অনুসারে একটা ফর্দ তৈরী করে আপনার গনকযন্ত্রে পত্র পাঠিয়েছি! আমি প্রমাদ গুনি। ফোন রাখলে জিজ্ঞেস করলাম, কি হইছে মহাশয়? পুরা বঙ্গ চর্চা কেন? কলিগ বলে, আজকে ৩০শে চৈত্র না! আরেকটা দিন পরে নববর্ষ, আমাদের এখন বাঙালী হইতে হইবে!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.