আমাদের কথা খুঁজে নিন

   

৩০শে মে র (গোয়া দিবস) রাজাকারগো মতন সুশীল ঈশ্বরও হইতে পারবো না

যারা উত্তম কে উচ্চকন্ঠে উত্তম বলতে পারে না তারা প্রয়োজনীয় মুহূর্তে শুকরকেও শুকর বলতে পারে না। এবং প্রায়শই আর একটি শুকরে রুপান্তরিত হয়।

আমার কাছে ঈশ্বরের মত সুশীল আগে আর কাউরে মনে হইত না। তার ইচ্ছায় বলে সবকিছু হয়। আবার তিনিই বলেন যা করবা দ্বায়িত্ব নিয়া করব, তোমাগো লাইগা পবিত্র বই আর প্রেরিত পুরুষ পাঠাইছি।

কিন্তু মুক্তিযুদ্ধে মুসলিম ফাকিস্তানি ভাইয়েরা তাদের পূর্ব প্রান্তের বোনগো গণিমতের মাল ভাইবা ধর্ষণ করল তখন ঈশ্বর নিশ্চুপ থাকেন, ইরাকে, প‌্যালেস্টাইনে লোক মরে তিনি নিশ্চুপ থাকেন। বিধর্মীগো মরণের কথা নাই বললাম, এইখানে তিনি মাল্টি স্ট্যান্ডার্ড। যদিও তিনি প্রেরীত পুরুষ পাঠান কিন্তু কোন নারীরে সেই প্রেরীতের মর্যাদা দেন না। একটু গুগলি মার্কা প্রশ্ন করলে কেবল একটা উত্তর দেন, তোমরা নিশ্চিত জেনে রাখ আমি যা জানি তোমরা তা জাননা। এইবার পাল্টি গল্পে তার মহান বান্দারা তাকেও ছাড়ায়া গেছে, আসলে বরবরই ছাড়ায়া যায়।

এই জন্য আমার মনোযোগ সবসময় তার মহান বান্দাদের নিয়াই। হ্যাগো কর্মসূচী পড়তে যাইয়া আমার সকালের ঘুম কাইট্টা গেল, প্রথমে তারা সুশীল ভাবে স্মারকলিপি দিব, হেরপর তারা দোয়া দিবস পালন করব। (ধর্মপ্রাণ মুসলমানগো ঢাল বানানীর পুরানা পথ)। হেরপর তারা গণ স্বাক্ষর কর্মসূচী শুরু করব। ( অর্থাৎ ব্লগের হিট চুরির মতই এইবার স্বাক্ষর চুরি করব।

) তারা দুই বিবির জন্য কাঁনবো, পুরান বামের জন্য মাতম করব, নিজেগো কুত্তার জন্য জশনে জুলুস করব, আইএমএফ এর বিচি চাটবো, আর কেউ দেখে না মনে কইরা ছুরি আর শিশ্নটায় ধার দিতে থাকব। গ্যাঁক করিয়া ধরিতে গেলে আত্মপরিচয় আর লালন নিয়া বুদ্ধিজীবিতা মারাইবো। (যাগো দাড়ি থাকে তারা সবাই যে একরকম না, সেইটা তাগো কে বুঝায়)। যাই হোক আমার কাছে এরা বানিজ্যে ইসরায়েল রে ছাড়ায়া গেছে তাই এগো বিষয়ে সবচেয়ে সতর্ক থাকতে হইব। পুঁজি ঈশ্বরের এইসব রাঘব বোয়াল গো খিয়াল কইরা রাখতে হইব।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.