আমাদের কথা খুঁজে নিন

   

গল্পটা বেড়াল এবং আমার মত পাষানের

আমাদের ছড়া গুলো সমাজের আয়না,যার কাছে কোন কিছু ঢেকে রাখা যায়না!

বেড়াল আমার ভিষন অপছন্দের প্রানি তবে আজকের বিষয়টা ভিন্ন বেড়ালের বাচ্চার কান্না শুনে খোজ করতেই দেখা গেল আমার ঘরের খাটের নিচে, একটা দুইটা নয় চারটা আস্ত বেড়ালের বাচ্চা । আমি তো দেখেই চেচামেচি জুড়ে দিলাম, বুয়া এসে জানালো- আমি দুদিন বাসায় না থাকাতে বেড়াল মশাই এ কান্ড করেছেন, আমার অনুপস্থিতিতে আমার ঘরে কারো ঢোকার অনুমতি না থাকাতে এটা ঘটেছে, বেড়ালের সদ্য জন্মানো বাচ্চা গুলোকে বললাম ফেলে দিতে, আর আমার বুয়াটাও সাথে সাথে বাচ্চা গুলোকে নিয়ে কোথায় যেন ফেলে দিলেন, প্রায় কয়েক ঘন্টা পর......... বেড়ালটা আমার ঘরে এসে সরাসরি খাটের তলায় চলে গেল আমি তাড়াতে চাইলেও শুনলোনা, ওর বাচ্চাদের খুজে না পেয়ে হন্ত দন্ত হয়ে ছুটে বেড়িয়ে গেল, মা বেড়ালটা হয়তো আর ওর বাচ্চাদের খুজে পাবেনা সন্তান হারা মায়েদের খুব কষ্ট এবং মা হারা সন্তানদেরও ।।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।