আমাদের কথা খুঁজে নিন

   

তব্দা/ তাব্দা শব্দের মানে কি??

মিলে মিশে করি কাজ, হারি জিতি নাহি লাজ!

কিছুদিন আগে ফেইসবুকে ডিপার্টমেন্টের জনৈক নতুন বিবাহিত বড় ভাইয়ের বিবাহোত্তর রোমান্টিক ছবি দেখে তাহারই এক বন্ধুর করা কমেন্টের মাধ্যমে প্রথম "তব্দা / তাব্দা (tabda)" শব্দের সাথে পরিচয়। তখনই লক্ষ্য করিলাম এই বাংলা শব্দের সহিত আমার পূর্ব পরিচয় নাই। ভাবিলাম, আমার ভাষাজ্ঞান খুবই দুর্বল। তার পরের কমেন্টেই দেখি তাহার চেয়েও সিনিয়র আরেক ভাই এই শব্দের মানে কমেন্টকারী ভাইকে জিজ্ঞ্যেস করিলেন। আমি হাঁফ ছেড়ে বাঁচলাম, ঐ সিনিয়র ভাইও যখন জানে না, তখন আমি তো নিতান্তই শিশু। আশ্চর্যের বিষয় হইল, শব্দখানা যিনি ব্যবহার করিয়াছিলেন, তিনি তাহার কোন সদুত্তর দিতে পারেন নাই, বরঞ্চ ভীষণ বিপদেই পড়িয়াছিলেন অর্থখানা খুঁজতে গিয়ে, সেইটা একটা উপভোগ্য বিষয়ই হইয়াছিল। দুই একদিন আগে ব্লগেও দেখি ঐ একই শব্দের ব্যবহার, আমি আবারও নিজেকে মূর্খ-অর্বাচীন মনে করিলাম। এখন আমি সবিনয়ে সব জ্ঞানী ব্লগারগণের কাছে জানতে চাহিতেছি, "তব্দা/ তাব্দা" শব্দের মানে কি? ইহা কি বাংলা শব্দ, নাকি বিদেশী? যদি বাংলা হয়, ইহা তৎসম, অর্ধ-তৎসম, তদ্ভব, দেশী, বিদেশী ---- কোন শ্রেণীভুক্ত? নাকি ইহা নতুন আমদানী (বাংলা ভাষার নতুন শাখা) --- ডিজুস বাংলা?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।