আমাদের কথা খুঁজে নিন

   

কাগজের খেলনা (বিচ্ছু!!!)

শিশুতোষ যে কোন রচনা।  

অফিসের কাজে রিপোর্ট তৈরি করেছেন, কিংবা সেসনাল রিপোর্ট সাবমিট করেছেন কড়কড়ে A4 সাইজের কাগজে। বস বা স্যার রিপোর্ট দেখে দিয়েছেন, কাজ শেষ। এখ্ন এই একতাড়া কাগজের আর কোন মূল্য নেই। এটি পড়ে থাকবে “সের দরে বিক্রির জন্য”।

কিন্তু এটার কয়েকটা পাতা নিয়ে আপনি অন্য ভাবেও ভাবতে পারেন। বাড়িতে যে পিচ্চিটাকে আপনি প্রাণ দিয়ে ভালবাসেন তার জন্য আপনি কিছু একটা করতে পারেন। ও জন্য বানিয়ে ফেলতে পারেন কাগজের খেলনা। নেটে এটার জন্য প্রচুর রিসোর্স পাবেন, কিন্তু সেসব খুঁজে বের করতে করতে আপনার আগ্রহই হারিয়ে যাবে। তারচেয়ে এই পোষ্টেই আপনাদের একটা খেলনা বানানো শিখিয়ে দিই।

আজ আপনাদের বানানো শেখাব, “বিচ্ছু” প্রথমে একটি A4 সাইজের কাগজ নিন। একে ছবির মত করে বর্গাকারে কেটে ফেলুন। এবার নিচে ছবির নির্দেশনা মত কাজ করুন। আশা করি ছবি দেখেই সব বুঝতে পারবেন। ছবি দেখে যেসব স্থানে বুঝতে সমস্যা হতে পারে, আমি সে সব জায়গায় ছবি সহ সরলিকরনের চেষ্টা করেছি।

ডটেড লাইনগুলো দ্বারা বোঝানো হয়েছে, এমন ভাবে ভাঁজ করবেন যেন ভাঁজের দাগটা ঐ ডটেড লাইন বরাবর পড়ে। ছবি 1,2,3 এর মত ডটেড লাইন বরাবর ভাঁজ করুন, যেন ভাঁজের দাগগুলো সুস্পষ্ট হয়। ছবি 4 -এ কাগজটির ভাঁজ খুলে ২ নং ছবির অবস্থায় নিয়ে যান এবং 4 নং চিত্রানুসারে ভাঁজ দিন। ৫ নং ছবিতে যে প্যাঁচ যুক্ত তীর চিহ্ন রয়েছে, তার অর্থ হল, “ তলটি কে সম্পূর্ণ উল্টিয়ে নিন”। সুতরাং 5 নং এ যে অবস্থা দেখানো হয়েছে সেটাকে পুরোপুরি উল্টিয়ে নিন, এবং 4 নং এর মত একই ভাঁজ দিন।

তার ফলে ৬ নং এ যে ছবি দেখছেন তার ত্রিমাত্রিক চিত্র হবে নিচের মত। এবার, চিত্র 8-থেকে 9 এ যাওয়ার কাজটা একটু জটিল মনে হতে পারে। সেটার সরলিকৃত ছবি হল- এরপর 19 নং ছবিতে নীল দাগ বরাবর কেঁচি দিয়ে সাবধানে কাটুন(নীল দাগ যতদূর পর্যন্ত আছে, ঠিক ততদূর)। অবশেষে পেয়ে যাবেন- এরপরেও ছবি দেখে বুঝতে সমস্যা হলে জানান। এই লেখার ছবিগুলো বিভিন্ন ওরিগামি বই এবং উইকিপিডিয়া থেকে নেওয়া হয়েছে।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।