আমাদের কথা খুঁজে নিন

   

রোজনামচা : ভালোবাসা (আমার প্রথম বই)

"বাঙ্গালী জাতির গৌরবময় ইতিহাস, মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব এবং জাতীয় সংস্কৃতির জন্য অপমানজনক কোনকিছু এই ব্লগে লেখা যাবে না। "শিহরণে সত্তায় তুমি, হে আমার জন্মভূমি"

Click This Link জানি না লিংকটা কাজ করবে কি না। এটা আমার প্রথম বই। প্রথম আলো বন্ধুসভার গিয়াস ভাই এর সহযোগীতায় বের হয় ২০০৪ এ শিখা প্রকাশনী থেকে। বর্তমানে কোন কপি নেই বাজারে।

তখন বয়স অল্প। পূর্ণেন্দু পত্রীর দারুণ ভক্ত সেই স্কুল লাইফ থেকেই। লিখে ফেলি দেড় বছরের চেষ্টায় একটা অর্ধসত্য ঘটনা। আজও মনে হয় এটা আমার সবচাইতে ভালো লিখাগুলোর একটা। বইটা রিপ্রিণ্ট করার ইচ্ছা আছে।

পড়লে খুশি হব। জানি না লিংকটা কাজ করবে কি না। এটা আমার প্রথম বই। প্রথম আলো বন্ধুসভার গিয়াস ভাই এর সহযোগীতায় বের হয় ২০০৪ এ শিখা প্রকাশনী থেকে। বর্তমানে কোন কপি নেই বাজারে।

তখন বয়স অল্প। পূর্ণেন্দু পত্রীর দারুণ ভক্ত সেই স্কুল লাইফ থেকেই। লিখে ফেলি দেড় বছরের চেষ্টায় একটা অর্ধসত্য ঘটনা। আজও মনে হয় এটা আমার সবচাইতে ভালো লিখাগুলোর একটা। বইটা রিপ্রিণ্ট করার ইচ্ছা আছে।

পড়লে খুশি হব।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।