আমাদের কথা খুঁজে নিন

   

কোর্স ফাইনাল!



কোর্স ফাইনাল এর আর মাত্র ২০ দিন বাকি। প্রতিদিন ঘুম থেকে উঠে কঠিন প্রতিজ্ঞা করে ফেলি যে আজকে পড়াশোনা শুরু করব। তারপর যা হয়, তা হল অর্ধেক পড়া শেষ হতে না হতেই গা মোড়ায়, হাই উঠে এবং রাত ১০ টা বাজতে না বাজতেই কোলবালিশ জাপটে ধরে ঘুম। ও আচ্ছা, একটা ইনফরমেশন দিয়ে রাখা ভাল। ঘুম থেকে ওঠা হয় দুপুর ১২ টার দিকে।

প্রতিদিন ভালমানুষের মত ডিপার্টমেন্টে যাই গ্রুপ "স্টাডি" করব বলে। যাওয়ার পরে যা হয় তা হল গোল হয়ে বসে আড্ডা দেয়া, মাঝে মাঝে টিটি খেলা আর যারা একটু পড়ার চেষ্টা করে তাদের ডিস্টার্ব করা। আড্ডার বিষয় বস্তু সীমাবদ্ধ থাকে স্পার্টাকাস থেকে সিনগুলারিটি আর মমতাজের গান থেকে ওয়ার্মহোল পর্যন্ত। মাঝে মাঝে তাস পিটা, খামখা একজন আর একজনকে কাল্পণিক ব্যাপার স্যাপার নিয়ে পচানো আর "হুদাই" মারামারি করা। বাই দ্য ওয়ে, প্রথম ব্লগটা লেখার পর আমার "বন্ধু" রা একত্রিত হয়ে আমাকে পচাইসে।

খুব ই হিউমিলিয়েটিং ব্যাপার। তারপর ও আজকে লিখলাম। খোদা! রক্ষা করো! আমি পড়তে গেলাম।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.