আমাদের কথা খুঁজে নিন

   

কলিগের পুরা কথা শেষ হইলো না.....কইতেছিল......এইটা আর্মীর বিরুদ্ধে আর্মীর....

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

কলিগ এখন আম্রিকা। নিউইয়র্কের মাটি, সিমেন্ট, বায়ু খুব ভালভাবেই আপন করে নিয়েছে কলিগ ও কলিগপত্নী ও পুত্রকে। ফলে কলিগের দ্বিচক্ষুবিশিষ্ট দর্শনের ডান অক্ষি দ্যাখে আম্রিকা আর বাম অক্ষি দেখে বাংলাদেশ। বিডিআর হত্যাকান্ডের পরপরই আম্রিকা যাইতে পাইরা কলিগ বেহুশী খুশী। ফোন করলো, আর কোন আপডেট আছে? কারা এই কাম করছে? আমি কই - নানা মুনীর নানা মত।

সে কয়, এইটা জেএমবির কাম না! নিশ্চিত হইলেন কেমনে, আমি জিগাই। কলিগ খোলাসা করে না। কয়, এইটা জামাতেরও কাম না! কলিগ আম্রিকায় গিয়া আসল সত্য বের করে ফেলেছে মনে হইলো। উদগ্রীব হইয়া জিগাই, কার কাম? ভারতেও কাম না! কলিগ আবারও নতুন ফাপর লয়। ওদিকে আমার মোবাইলের চার্জ নিভুনিভু।

কইলাম, ভাইজান এত ঘুরাইয়া-পেচাইয়া না কইয়া সোজা কথাটা কইয়া ফেলেন! কলিগ কইলো..এইটা আর্মীর বিরুদ্ধে আর্মীর.......ধুরো! চার্জ পুরা খতম.....কলিগ কি কইতে চাইলো বুঝলাম না। আবার ফোন করতে হবে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.