আমাদের কথা খুঁজে নিন

   

কলিগের ডাকাত সমাচার

যখন বিকাল হতে থাকে, হতে হতে সূর্যটা ঢলে পড়ে, পড়তে থাকে

ডিপার্টমেন্টাল শপে ঢুকে ডাকাতীর মুখোমুখি পড়ামাত্রই কলিগ উল্টো ডাকাতের উপরে ঝাপিয়ে পড়লো। তার বিপুল আক্রোস ও তান্ডবে ডাকাত কোমড়ে গুজে থাকা পিস্তল বের করার সুযোগ পেল না। ততক্ষণে দোকানের মালিকও সাহসী হয়ে উঠেছে। ডাকাত তার ক্যাশ বাক্স লোপাট করে বের হবার সময় কলিগকে ঢুকতে দেখে মাথা পেচিয়ে ধরে। মুহূর্তের মধ্যে কলিগের মাথায় আগুণ ধরে যায়। ডিপার্টমেন্টাল শপের মালিক ডাকাতটিকে রশি দিয়ে বেধে ফেলে। কলিগ একটু শান্ত হলে মালিক বলে, ভাই, আপনাকে কি বলে যে ধন্যবাদ দেবো, ভয়ংকর সাহসের পরিচয় দিলেন! কলিগ বললো, সালা আমার মাথায় হাত দিলো? মাথায় হাত দিলে আমি যে কাউকে খুন করে ফেলতে পারি! মালিক তারপরেও বললো, কিন্তু ডাকাতটার কোমড়ে পিস্তল ছিল! কীইইই....! কলিগের আর্তচিৎকার বের হয় মুখ থেকে! ডা-কা-ত............ বলে এরপর অজ্ঞান হয়ে লুটিয়ে পড়ে মেঝেতে। মালিক বা ডাকাত কি করে জানবে যে কলিগের মাথার টিউমারে হাত দিয়েছিল ডাকাতটা - কলিগ সেই আক্রোস ঝেরেছে এতক্ষণ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.