আমাদের কথা খুঁজে নিন

   

বুলেট কিংবা কবিতায় (শিরোনামহীন)

একমুখাপেক্ষি না হয়ে যা কিছু ভাল তা গ্রহন করা উচিৎ...

বুলেট কিংবা কবিতায় কথা ও সুর: জিয়া অ্যালবাম: বন্ধ জানালা নিয়ন আলোর রাজপথে টি. এস. সি’র মোড়ে চায়ের দোকানে বুলেট কিংবা কবিতায়, যদি ফেরার পথে ভুল হয়ে যায় . . . . মাঝে মাঝে সবুজ পতাকা, দু’হাতের মাঝে বন্দী অৎস্র, কবিতায় আর গানে জ্বলে জ্বলে নিঃশেষ কবি আর কবিতা রাজপথ ছুঁয়ে যায় কতশত কবি এমনি এক. . . টি এস সির মোড়ে প্রতিরাতের উদাস চাঁদ দেয়াল লেখা থেকে দুঃখ কেনে। যদি ফেরার পথে ভুল হয়ে যায় . . . . অসময়ে, অন্ধকারে, দেয়াল ছুঁয়ে বর্নমালার মিছিল, ক্লান্ত করুন চোখে. . . শ্লোগান শ্লোগান আর মিছিলের নগরে টি এস সি’র নিঃশ্বাস বুলেট কিংবা কবিতার খাতায়, কবি আর কবিতার খুন হওয়া আশ্বাস দেয়াল লেখা থেকে বর্নমালা যদি আলোর মিছিল হয়ে যায় টি এস সি’র মোড়, রাতের রাজপথ বুলেট কিংবা কবিতায় যদি ফেরার পথে ভুল হয়ে যায় . . . . মৃত কবিদের কবিতার আসরে, ছবি হয়ে থাকেনা রাতের রাজপথ পল্টন ময়দান, টি এস সির মোড়, জনসমাবেশ আর বিশাল অবরোধ এই অবসরে দেয়াল লেখা যদি মানচিত্র হয়ে যায় অৎস্র কবিতার জনসমাবেশ থেকে বুলেট কিংবা কবিতায় যদি ফেরার পথে ভুল হয়ে যায় . . . . Attached image is collected from the shironamhin’s facebook group. The groups link is here Click This Link

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।