আমাদের কথা খুঁজে নিন

   

প্রযত্নে বনলতা



মাত্র একদিনের, মাত্র একটা দিনের ভালোবাসায় ঘর বাধা না হোক অন্তত সন্তুষ্ট থাকা উচিত আর তুমি কিনা বললে , "এত দিন কোথায় ছিলেন" যেন নাটোরের বনলতা সেন। সারাদিনের উদ্দ্যামতায় ক্লান্ত আমি কিন্তু এখন কতও কাজ । আগামি পরশু ষোল আর আজতো সেই চোদ্দই ফেব্রুয়ারি । ইট ভেঙ্গে ভেঙ্গে বস্তা বন্দি করতে কত রাত ,লাঠিরতো আর অভাব নেই , ফাগুনের যে ডাল থেকে ফুল ছিঁড়ে দিয়েছি তোমার খোপায় গুঁজে....... রাতে সুবিধামত তার ব্যবচ্ছেদ করেছি কিরিচ আর চাইনিজে এত ইট পাথর লাঠি কিরিচ চাইনিজে অতৃপ্ত বড় ভাইদের হাতে থাকবে... না থাক, বুঝে নিও নিজে। বলেছিলে তুমিত এবার দ্বীতিয় বর্ষে, আর আমি শেষ বর্ষে হলেও চিন্তা করোনা আগামী পাচঁ বছর আছি আমি কমপক্ষে । তবে ব্যাস্ত থাকতে হবে অনেকটা সময় সভা মিচিল গ্রুপিং চাঁদা আর টেন্ডারে টেন্ডারে । নাহয় অন্য কোন বিষয়ে হবো ভর্তি তাই মাত্র এক দিনের ভালোবাসার যাবোড় কাটো ,,,,,, ফাগুনের সেই আহত শাখায় ফুল ফুটুক চৌদই ফেব্রুয়ারি অব্দি। শিশীর

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।