আমাদের কথা খুঁজে নিন

   

মনপুরা



সেই কবে কেসিনো রয়েল দেখেছি আজ মনে নেই, তার পর আর কোন মুভি হলে গিয়ে দেখিনি। বন্ধু তাহসিন দেশে এসেছে মাএ ২১ দিনের জন্য, এসেই অসুস্হ, কি করা বাসায় সময় কাটে। সুস্হ হওয়ার পর ২ দিন ঘুরাঘুরি, তার পর বলল সিনেমা দেখবে, আগের বার এসেও দেখতে পারেনি। কি আর করা সময়ও নেই তেমন, কালকে ওর যাবার দিন তাই আজ লাষ্ট শো দেখতে গেলাম আমি, মাসুদ ও তাহসিন। ১৯/২/০৯ টিকেট কাটতে গেলাম বসুন্ধরায়, টিকেট নেই ২ দিনের তাই তখন মুভিটি দেখতে পারিনি । তাহসিনের জন্য মুভিটি শেষ পর্যন্ত দেখা হল।মুভিটি দেখার পর মনে হল আমরাও পারি অন্য রকম, ভিন্ন সাদের একান্তই আমাদের সংস্কৃতি, সমাজ, ভাষা, ফ্যাশন, গল্প, লোকেশন, অভিনেতা, অভিনেিএ, প্রজোজক, পরিচালক, গীতিকার, গায়ক-গায়িকা, সুরকার দিয়ে ভিন্ন উচ্চতার সম্পূন্ন মুভি বানাতে পারি যা পরিবারের সবাই ও বন্ধুদের নিয়ে দেখা যায়। ধন্যবাদ তাহসিন তোর জন্য অনেক দিন পর একটা ভাল মুভি দেখলাম, সাথে ধন্যবাদ মাছ রাঙা প্রোডাকশন এবং পরিচালক গিয়াস উদ্দীন সেলিমকে ও সকল কলাকুশলীকে। আপনারা সবাই এই ভাল মুভিটি দেখবেন, ও হে আমি নিজেও দেখব আবার।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।