আমাদের কথা খুঁজে নিন

   

মনপুরা

স্বপ্ন যে শুধুই মিথ্যা আশা জাগায়

পরীক্ষা শেষ। ভাবলাম মনপুরা দেখে আসি। কয়েকজন বন্ধুকে বললাম । একজন তো বলেই বসল "বাংলা ছবিই আর কি দেখবি, টাকা নষ্ট, বোরিং হবে "। আবার অনেকে বলল "ওয়েট কর, কয়েকদিন পরে নেটেই পেয়ে যাবি।

" কিন্তু ইউটিউবে গানগুলোর ভিডিও দেখে আর ওয়েট করতে পারলাম না। গতকালকে গেলাম দেখতে। ভেবেছিলাম যে বাংলা ছবি। সিনেপ্লেক্সে এ নিশ্চয়ই ভীড় থাকবেনা। কিন্তু আজব ব্যাপার হল।

আমি গতকাল দুপুরে গিয়ে ৫টি শোয়ের একটা টিকিটও পাইনি। শেষ পর্যন্ত আজকের টিকিট কিনে আনলাম। আজকে ৩.৫০ এর শো । সিনেমার শুরুটা বেশ ভাল লাগল। নড়েচড়ে বসলাম।

বাকিটা সময় মুগ্ধ হয়ে দেখলাম। ছবির শেষটা অসাধারন। আশেপাশের অনেককেই কাঁদতে দেখলাম। এবং অন্যদের মুখও থমথমে। অনেকদিন পর একটা ভালো বাংলা ছবি দেখলাম।

ছবির সংলাপ, ডাইরেকশন , অভিনয় বেশ ভালো হয়েছে। কাহিনী অনুমানযোগ্য হলেও ডাইরেকশন তা বুঝতে দেয়নি। চঞ্চল এবং শিমুল এর অভিনয় বেশ ভালো লেগেছে। অন্যরাও বেশ ভালো অভিনয় করেছে। বেশ ভালো লাগল।

সবাইকে বলব সবারই ছবিটি দেখা উচিত। কারন আমি মনে করি একটা ভালো ছবিকে সাপোর্ট করা উচিত। তাহলে ভবিষ্যতে ভালো ছবি তৈরী হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।