আমাদের কথা খুঁজে নিন

   

মনপুরা

শুরু হোক জীবন নতুন রুপে..


ভালোবাসায় অভিমানও থাকতে হয়।
মাঝির বেটা এইটা খুব ভালোভাবে বুঝতে পারছে। আচ্ছা অভিমান কি টলটলে বিলের পানিতে শ্যাওলা গাছ। তিরতির করে বয়ে যাওয়া নৌকার গতিকে কমিয়ে দেয়। নাকি বিলের পানির চোরাগুল্ম, মাঝির বেঠাকে আটকে দেয়।


নাকি বিলেত পানিতে ছায়া ফেলা আকাশের কালো মেঘ। জমে যাওয়া বিন্দুবিন্দু পানির ভারে একদম বিলের কাছে এসে উড়তে থাকা মেঘ। কিছুক্ষন পরপর বিজলীর চমকানোতে বিলের পানির আলোকিত হওয়া।



আচ্ছা আমাদের ভালোবাসা যদি প্রান্তিক বিলের টলটলা পানি হয়,তাইলে কি আমাদের অভিমানও এইভাবে আটকে ধরে আমাদের ভালোবাসা।

নৌকার গলুয়ে বসা তোর দিকে তাকিয়ে মাঝির বুকে মোচড় দেয়।

আনমনে তুই চেয়ে ছিলি পানির দিকে,বিলের পানি দেখে তুই কি তোর চোখের পানি আড়াল করতে চাস ,পাগলি !!!!
এতো কষ্ট আর কখনো দেখিনি তোর চোখে।
মাঝি বৈঠামারে, কিছু বল ?
চুপ কইরা থাকিস না?

কি কমু মাঝির বেটা।
সব কথা ত বইলাম দিলাম!
ডুরে কাটা সবুজ শাড়ির মাঝে জড়িয়া থাকা তোমার বুকের ভিতর থেকে বের হওয়া দীঘশ্বাস মাঝির বুকে তীরের মতো লাগে।

এইদিকে আয়। হাত দিয়া মাঝি তার কাছের জায়গাটা দেখায়।


এইখানে আইসা বস।
আস্তে করে তুই আইসা বসলি।




এই বিল তোর, এই বিলের সব কিছু তোর, এই আকাশ এই এই জলের ঘাস ফড়িং সব সব তোর।

তুই শুধু আমাকে এক্টু কাছে রাখিস। দুরে ঠেলে দিস না!

মাঝি তুমি পোলাপাইন ই রইয়া গেলা।

কবে বড় হইবা বলো তো?
কেন তুমি আমায় কষ্ট দেও?

শরীরটা আস্তে করে মাঝির দিকে হেলে দিয়ে তুমি গভীর চোখ গুলো তুলে যখন মাঝি দিকে তাকালে তখন মাঝির আকাশের মেঘ কেটে ঝকঝকে নীলআকাশ হেসে উঠেছে।

এক পলকে তোমার ঠোটের দিকে তাকিয়ে থেকে তখন আমি দেখছি তোমার ঠোটের ভাজের মাঝে জড় হওয়া সুমিষ্ট রসের ধারা।
নরম কেপে ঊঠা অধরা গুলো তখন অনেক কাছে, অনেক কাছে।
আস্তে করে মাঝি তার ঠোট গুলো নামিয়ে এনে চেপে ধরে
তোমার কুসুম কুসুম ঠোটে।

মুহুর্তেই গ্রহন করে নেয়া তোমার সাড়া মাঝিকে বেধে নেয় ভালোবাসার অন্য বাধনে।



ভালোবাসার স্বপ্নিল ছায়া তোমার মায়াবি মুখে, চোখে ফুটে উঠা কামনার বহ্নি মাঝিকে ডাকে আরোকাছে।

তোর ঘাড়ের পিছনে হাত দিয়ে এক্টানে মাঝি খুলে দেয় পুঞ্জিভুত কালোমেঘের দীঘলখোপা। হঠাত বৃষ্টি যেন এলে পড়ে তোমার সারা পিঠে। কপট রাগে তুমি চোখপাকাও।
মাঝি তখন ঘোর থেকে ঘোরে।



কোথায় যেন দখীনা বাতাসের শীতের আমেজ। সারা দেহে কামনার শিরশিরিতে মৃদু দোলা দিয়ে যাচ্ছে। কাছের কোথা্ও বৃষ্টির ঝিরিঝিরি ফোটা মাঝি ঘিরে ধরেছে চারপাশ থেকে.....



কি চাও মাঝির বেটা তুমি?
এমনে ক্যান চাইয়া আছো?

তোরে দেখি?
কি চাই বুঝিস না?

না বুঝিনা! ছলনাময়ী তুমি তখন! !!

ডোরা কাটা শাড়ির দিকে হাত বাড়ায় মাঝি, আর মনে মনে ভাবে ,অভিমান তুমি ত ভালোবাসারিই আরেক রকম ফের ....
 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।