আমাদের কথা খুঁজে নিন

   

তৌহিদসহ ৫ জন ৭ দিনের রিমান্ডে

খাই-ঘুমাই-অফটপিকে থাকি

তৌহিদসহ ৫ জন ৭ দিনের রিমান্ডে বিদ্রোহী বিডিআর জওয়ানদের কথিত নেতা বিডিআরের উপ সহকারী পরিচালক (ডিএডি) তৌহিদুল আলমসহ পাঁচজনকে সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার দুপুরে ঢাকা মুখ্য মহানগর হাকিম আদালতের হাকিম মো. আব্দুর রহিম এ আদেশ দেন। বুলেট প্র"ফ জ্যাকেট ও হেলমেট পরা এবং পেছনে দুই হাত বাধা অবস্থায় তাদেরকে দুপুর সোয়া তিনটার দিকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়। হাকিম মো. আব্দুর রহিম এ বিদ্রোহ ও হত্যায় আর কারা জড়িত এবং সে সম্পর্কে তথ্য নেওয়ার জন্য সাতদিনের রিমান্ড মঞ্জুর করেন। ডিএডি তৌহিদ ও ডিএডি আব্দুর রহিম, হাবিলদার আজাদ আলী, নায়েক মো. ফিরোজ আহমেদ, সিপাহী জাকির হোসেনকে মঙ্গলবার বিকালে হাজারীবাগ এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব।

এদের মধ্যে ডিএডি তৌহিদ ও ডিএডি আব্দুর রহিম এজাহারভুক্ত আসামি। বিকেলে গ্রেপ্তারের পর র‌্যাব রাতে তাদের সিআইডির কাছে হস্তান্তর করে। বুধবার কাঠগড়ায় দাঁড়িয়ে ডিএডি তৌহিদ সাংবাদিকদের জানান, গত ২৭ ফেব্র"য়ারি তাকে সেনাবাহিনীর সদস্যরা পিলখানার ভেতর থেকে গ্রেপ্তার করে। হবিলদার আজাদ আলী জানান, এক মাসের ছুটিতে থাকায় ঘটনার সময় তিনি রংপুরে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। ঘটনার সময় পিলখানায় না থাকলেও রংপুরের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সিপাহী জাকির হোসেন জানান, তিনি আত্মসমর্পণ করেছিলেন অথচ র‌্যাব তাকে প্রচণ্ড শারীরিক নির্যাতন করেছে। নায়েক ফিরোজ আহমেদ খান বলেন, "গত ২৫ ফেব্র"য়ারি ঘটনার দিনে পিলখানা থেকে নিউ মার্কেটের দিকে যাচ্ছিলাম। কার আছে আত্মসমর্পণ করব তা জানতাম না। রাস্তায় সাংবাদিক ও পুলিশ ছিল। তাদের কাছে আত্মসমর্পণ করি।

" কাঠগড়ায় দাঁড়িয়ে এরা সবাই বিডিআর বিদ্রোহের ঘটনায় জড়িত না থাকার দাবি করেন। ২৫ ফেব্র"য়ারি পিলখানা সদরদপ্তরে বিডিআর বিদ্রোহ শুরুর পর প্রধানমন্ত্রীর সঙ্গে বিদ্রোহীদের প্রতিনিধি দলের যে বৈঠক হয় তাতে নেতৃত্ব দেন ডিএডি তৌহিদ। পরে ২৮ ফেব্র"য়ারি ওই বিদ্রোহের ঘটনায় রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে অজ্ঞাতনামা সহস্রাধিক বিডিআর সদস্যের বিরুদ্ধে করা মামলায় ডিএডি তৌহিদকে প্রধান আসামি করা হয়। মামলায় তাদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ, হত্যা, লুটপাট, লাশগুমসহ বিভিন্ন অভিযোগ আনা হয়। =========================== সূত্র : বিডিনিউজ ২৪ ডটকম



এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।