আমাদের কথা খুঁজে নিন

   

গ্রামীন ফোন ডাকাত ..

তুষার

গতকাল রাত্রে আমার নকিয়া ফোনসেটদিয়ে গ্রামীন সিম ব্যবহার করে গুগুল এবং জাতীয় বিশ্ববিদ্যালয় এর সাইট ব্রাউজ করলাম মাত্র ৫টা ক্লিক করেছিলাম। তারপর সাইটথেকে বের হয়ে দেখলাম আমার গ্রামীন ব্যল্যন্স ছিল ১০০.৮৭ টাকা হয়ে গেছে ৮৫.০০ টাকা। ৫ ক্লিক করতে সময় নিয়েছিল ২ মিনিট আর তাতেই গেল ১৫টাকা। পরে হিসাব করে বের করলাম গ্রামীনের র্চাজ-- ১ কি.বাইট = ২ পয়সা ১ মেগা বাইট=১০২৪ কি.বাইট তাহলে ১ মেগাব্রাউজ করার চার্জ হল = ১০২৪*২=২০৪৮পয়সা/১০০পয়সা=২০.৪৮ পয়সা প্রতি মেগাবাইট ব্রউজিং চার্জ। এই শালারা ডাকাত। খালি কয় সস্তায় ইন্টারনেট সংযোগ। সব ভূয়া। ফাউল.. আসেন গ্রামীন ফোনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ি। নাহলে এরা আমাগো রক্ত চুইষা খাবে সারাজীবন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.