আমাদের কথা খুঁজে নিন

   

একজন বৃদ্ধ ও একটি হুইল চেয়ার



তেত্রিশ বছর পর অতীত স্নৃতি রোমন্থন করতেই হোচট খায় বৃদ্ধ হাকিম আলী, নিজের কাঠের পা দুটোর দিকে তাকিয়ে থাকে অপলক দৃষ্টিতে। একটা দীর্ঘশ্বাস ফেলে–অন্ধকার ঘরটাতে শুধুই দীর্ঘশ্বাসের শব্দ । হাকিম আলীর চোখে ভেসে উঠে ৭১'র বিভীষিকাময় দৃশ্য, যুদ্ধে জয়ী হলেও জীবন যুদ্ধে পরাজিত এক সৈনিক হাকিম আলী। পঙ্গু বৃদ্ধ দিনের পর দিন হুইল চেয়ারে বসে থাকে, এই চেয়ারটাই তার একমাত্র বন্ধু–গল্প শোনাবার সাথী, ডিসেম্বর মাস এলেই লোক দেখানো খাতিরের কবলে পড়ে বৃদ্ধ। শুরু হয় পঙ্গু মুক্তিযোদ্ধাকে নিয়ে অনাহূত টানা হেচরা, মঞ্চে আগত প্রধান অতিথীর মিথ্যা আশ্বাস শুনে প্রবোধ দেয় নিজেকে, বহু কষ্টে চশমার আড়ালে অশ্রু লুকায়, তারপর—একদিন সবাই ভুলে যায় হাকিম আলীকে, ভুলে যায় যে, এই হাকিম আলীদের জন্যই জন্ম হয় স্বাধীন বাংলার। তাই এই হাকিম আলীরা নিশ্চুপে কাঁদে–একাকী স্বপ্ন দেখে গভীর রাতে হাকিম আলী এই হুইল চেয়ারটার কানে কানে বলে– দেখবি আমার দেশ একদিন দারিদ্রতা মোচন করবে, সব সন্ভবের দেশ বলে আরোপিত অপবাদ উঠে যাবে, পর পর চার বার বিশ্ব চ্যাম্পিয়ন হবার কলঙ্ক ঘুচাবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.