আমাদের কথা খুঁজে নিন

   

কিভাবে Dynamic ওয়েবসাইটের Search Engine Optimization করবেন?

আমার সাথে যোগাযোগ করতে http://bn.jinnatulhasan.com/blog এ ভিজিট করুন।

কিভাবে ই-কমার্স, ফোরাম, ব্লগের মতো dynamic ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য উপযোগী করে গড়ে তুলবেন? কয়েক সপ্তাহ আগে আমার এক ক্লায়েন্ট (গ্রাহক) আমাকে জিজ্ঞেস করল কিভাবে সে তার ওয়েব ডিজাইনারকে তার নতুন ই-কমার্স ওয়েব সাইটটি ডিজাইনের জন্য পরামর্শ দিবে, যাতে তার ডিজাইনার নতুন ওয়েব সাইট ডিজাইন করার সাথে সাথে সার্চ ইঞ্জিনের জন্য উপযোগী করে তুলতে পারে। আমি একটি গুগলে ডকুমেন্ট তৈরী করে তার সাথে শেয়ার করি এবং তাতে সাধারণ Search Engine Optimization (SEO) পদ্ধতি গুলো লিখলাম - ব্যস এতেই সে খুশি! এখন প্রশ্ন হলো Static ওয়েবসাইট ও Dynamic ওয়েবসাইটের মধ্যে পার্থক্য কী? প্রকৃতপক্ষে, এদের মধ্যে কোন পার্থক্য নেই। আমরা নিজেরাই static আর dynamic ওয়েবসাইট নামক জুজু’র ভয়ে অস্থির। Dynamic ওয়েব সাইট সম্পর্কে বিভিন্ন লোকের বিভিন্ন ধারণা থাকা স্বাভাবিক, কিন্তু আমরা প্রতিদিন হাজারো Dynamic ওয়েব সাইট তৈরী ও ব্যবহার করছি।

আমি বিশ্বাস করি প্রায় ১০০% ওয়েবমাস্টারদের নিজস্ব ব্লগ আছে- সম্ভবত তারা ওয়ার্ডপ্রেস অথবা ব্লগস্পট অথবা অন্যকিছু ব্যবহার করে। আপনি কি মনে করেন না যে, এগুলো dynamic ওয়েবসাইট? অবশ্যই এগুলো সব dynamic ওয়েবসাইট! এই মুহূর্তে আমি কিছু পরিমার্জিত পদ্ধতি প্রকাশ করতে যাচ্ছি যা আমার ক্লায়েন্টকে আমি পাঠিয়েছিলাম। আশা করি, এগুলো আপনার কাজে লাগবেঃ ১. সব পেজের জন্য আলাদা করে Title, Meta Keywords এবং Meta Description থাকতে হবে। সুতরাং ডাটাবেজের অবশ্যই এসব ডাটা সংরক্ষনের জন্য ব্যবস্থা থাকতে হবে। ফলে যখনই আমরা নতুন প্রোডাক্টস্‌ বা নতুন ব্লগ আপলোড করব সেই সাথে যেন এই বর্ণনাও যোগ করতে পারি।

২. Heading ট্যাগগুলো (এইচ১, এইচ২, এইচ৩, এইচ৪….) এভাবে ব্যবহার করতে হবেঃ ২.১. H1 - ক্যাটাগরির নাম ২.২. H2 - পণ্যের বা ব্লগের নাম ২.৩. H3 - পণ্যের বিশেষ আকর্ষণ ৩. যতদূর সম্ভব iframe কিংবা frame এড়িয়ে চলতে হবে ৪. সকল ছবিগুলো আলাদাভাবে ALT ট্যাগ থাকতে হবে। এগুলো ছবির জন্য SEO এর ক্ষেত্রে বিশেষ ভাবে সাহায্য করে। ৫. টেবিল সমৃদ্ধ ওয়েবসাইটের চেয়ে CSS সমৃদ্ধ ওয়েবসাইটগুলো SEO বান্ধব, তাই CSS সমৃদ্ধ ওয়েবসাইট ব্যবহারের জন্য অনুরোধ করা গেল - যদিও এর কোনো বৈজ্ঞানিক ব্যাখ্যা নেই। এটা আমার নিজস্ব SEO টিপস। ৬. প্রধান প্রধান social bookmarking site এর শর্টকাট থাকতে হবে, যাতে সহজেই পাঠক কোনো ওয়েবপেজেক bookmark করতে পারবে।

৭. পেজের মধ্যে HTML পরিস্কার পরিচ্ছন্ন রাখতে হবে। JavaScript এবং CSS অবশ্যই পৃথক ফাইলে রাখতে হবে। ৮. যতটা সম্ভব W3C standard মেনে XHTML এবং CSS ব্যবহার করতে হবে - XHTML এখান থেকে এবং CSS এখান থেকে পরীক্ষা করা যেতে পারে। ৯. কোনো ওয়েবপেজকেই হোমপেজ থেকে ৩-ক্লিকের বেশি দূরে রাখা উচিত নয় ৯.১. ভুল পদ্ধতিঃ homepage > category 1 > category2 > category 3 > পন্য ৯.২. সঠিক পদ্ধতিঃ homepage > category 1 > category2 > পণ্য ১০. Sitemap ব্যবহার dynamic ওয়েবসাইটের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ২ প্রকারের Sitemap ব্যবহার করা যায়, একটি হল পাঠকদের জন্য HTML / XHTML sitemap আর অন্যটি হল সার্চ ইঞ্জিন বটের জন্য XML sitemap ১১. ফ্লাশ নেভিগেশন, কম গ্র্যাফিক্স ইত্যাদি এড়িয়ে চলা উচিত।

সার্চ ইঞ্জিনের কাছে গ্রাফিক্সের কোনো মূল্য নাই। যদি আপনি সত্যিকারেই সার্চ ইঞ্জিন থেকে ভাল ফলাফল চান তাহলে মাত্রাতিরিক্ত গ্রাফিক্সকে পরিহার করুন। ১২. নিয়মিত unique content (লেখা, ব্লগ) অন্তর্ভুক্ত করতে হবে – কপি-পেস্টের উপর নির্ভর করা উচিত নয়। এতে হিতে বিপরীত হতে পারে। গুগলের কাছে মূল লেখক নালিশ করলে গুগল আপনার ওয়েবসাইটকে শাস্তিস্বরূপ ব্যান করতে পারে।

১৩. পারতপক্ষে সার্চ ইঞ্জিন বান্ধব URL ব্যবহার করা উচিত। ১৩.১. গ্রহণযোগ্য নয়: product.php?product=1 ১৩.২. গ্রহণযোগ্য: product/1 ১৩.৩. অধিক গ্রহনযোগ্য: product/my-name-is-hasan ১৪. URL এ session id থাকলে সেটা বাদ দিন ১৫. RSS feed ব্যবহার করুন আমি SEO বিষয়ে পূর্বে প্রকাশিত কিছু আর্টিকেলের ঠিকানা দিলাম - ১. সার্চ ইঞ্জিনকে কি ওয়েব সাইটের বিস্তারিত বর্ণনা সাবমিট করতে হবে? ২. কিভাবে Search Engine Optimization এর জন্য keywords খুজতে হবে? ৩. ৫ ধাপে Offpage Search Engine Optimization (SEO) পদ্ধতি ৪. Onpage Search Engine Optimization এর ৬টি সহজ টিপস পরিশেষে, SEO তে সাফল্য পুরোপুরি নির্ভর করে অধ্যবসায় এবং পরিশ্রমের উপর। আমি চেষ্ঠা করেছি, SEOবিষয়ে একটি তালিকা তৈরি করতে, যাতে আপনি সহজেই ওয়েব সাইট তৈরিতে ব্যবহার করতে পারেন। আশাকরি আপনারা সকলেই লেখাটি উপভোগ করেছেন সূত্র: কিভাবে Dynamic ওয়েবসাইটের Search Engine Optimization করবেন?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.