আমাদের কথা খুঁজে নিন

   

আমি মিডিয়ার উপর ভয়ানক বিরক্ত ...



বিটিভিকে আমি কোন মিডিয়া মনে করি না ...ওটা কোন পদবাচ্যের মধ্যে পড়ে না। খুব পিক টাইমে দেখলাম, একটা হিজড়ার গান তারা দেখাচ্ছে, এরপর শুরু হল আবৃত্তির অনুষ্ঠান। যাদের ডিশের লাইন নাই, বিশেষ করে গ্রামের সাধারণ মানুষ- এই দুঃসময়ে বিটিভি নয়, গুজবই তাদের একমাত্র ভরসা ... অবশ্য বেসরকারী টিভি মিডিয়াগুলোর র্কীতিকলাপ দেখেও মুগ্ধ হতে পারছি কই?একটা চ্যানেলে দেখলাম, আটকের পড়া এক সেনা অফিসারের বোনের টেলি ইন্টারভিউ নিচ্ছেন এক সংবাদ পাঠক। ওই বোনটি তার ভাইয়ের অবস্থা জানে না। বেঁচে আছে কি নেই- সেটাও সে বলতে পারছে না।

তাকে এই জটিল সময়ে সংবাদ পাঠক খুবই মোক্ষম একটি প্রশ্ন করলেন। সেটা হল, বিডিআর যে সেনা অফিসারদের ব্যাপারে দুর্নীতির অভিযোগ আনছে- সে সম্পর্কে এই বোনের প্রতিক্রিয়া কি??? প্রশ্নটি শুনে বোনটি হতভম্ব হয়ে গেলেন। কোনভাবে বললেন, আমি আসলে মানসিকভাবে প্রস্তুত নই, এই মুহুর্তে - এই প্রশ্নটার উত্তর দিতে... এই বালের মিডিয়া সারাদিনে এখন পর্যন্ত কোন সূত্র থেকে এটা বের করতে পারলো না (১) ঠিক কত জন আর্মি অফিসার, সিভিল স্টাফ, বিডিআর কলেজের শিক্ষক, নারী ও শিশু জিন্মি হয়ে আছেন, পিলখানার ভেতরে ... (২) এখনও পরিষ্কারভাবে জানাতে পারলো না বিডিআরের অন্যান্য ঘাটিগুলোর অবস্থা কি? (৩) সীমান্তে দায়িত্বরত বিডিআররা কী করছে এখন? (৪) আর্মির বডি লাঙুয়েজ কী রকম? প্রথম প্রশ্নটির উত্তর পেতে তারা একটি হেল্প লাইন চালু করতে পারতো...আপনার আত্মীয়ের সংবাদটি আমাদের জানান ...এভাবে প্রকৃত সংখ্যাটি সহজেই বেরিয়ে আসতো ... আসলে দীর্ঘদিন মিডিয়ায় কাজ করে এটাই বুঝেছি--- দেশের বড়ো বড়ো ছাগলদের অনেকেই ওখানে বসা আছেন .... তাদের বুদ্ধিবৃত্তিক স্তর আমাদের কাজের বুয়ার সবচেয়ে সবচেয়ে ছোট বাচ্চাটির চাইতেও কম ... তা না করে, ইতিমধ্যে দেখলাম, এক সাবেক বিডিআর মহাপরিচালককে আমদানি করা হয়েছে ...দাঁড়িওয়ালা এই ভদ্রলোক ..বর্তমান সংকটের চাইতে ডালভাতের দুর্নীতি নিয়ে বেশি উদ্বিগ্ন। আমার পর্যবেক্ষণ যদি ভুল না হয়, তার কথায় যে আপেক্ষপটি বেশ স্পষ্ট সেটি হল, ইশশশ ...এই ডালভাত অপারেশন যদি আমার আমলে হতো ... এই দাঁড়িয়াল- ইতিমধ্যে তিনটি চ্যানেলে ইন্টারভিউ দিয়ে ফেলেছেন। বোঝাই যাচ্ছে, মার্কেটে আরেকটি বৃহত আমড়া কাঠের ঢেঁকির আবির্ভাব ঘটতে যাচ্ছে...তাকে স্বাগতম।

ভবিষ্যতে এই নুরানী ও সন্দেহজনক চেহারার ভদ্রলোকের ব্যাপারে আরও চাঞ্চল্যকর তথ্যের অপেক্ষায় রইলাম .... আপাতত মিডিয়া সাহারা খাতুন ঢুঁকেছেন - এই খবর দিচ্ছে -কিন্তু উনি ঢুঁকে কি ছিড়ছেন- এই খবর কি কোনভাবে সংগ্রহ করা যায় না... কোন কৌশল কি জানা নাই ???? কোন আইডিয়া ???? একটু গভীরে গিয়ে - একটু খতিয়ে দেখে সংবাদ সংগ্রহ প্রচার- এটি আমরা বাংলাদেশের মিডিয়া থেকে আশা নাইবা করলাম --- যেমন দেশ- তেমন তার বাহিনী- তেমনি জনগণ আর একদম সোনায় সোহাগা তার মিডিয়া ... বাংলাদেশের জয় হোক ..... যেদিন আমরা নিজেদের গায়ে থুতু দিতে শিখবো...সেদিনই বুঝবো আমরা এগুচ্ছি .. পুনরায়, বাংলাদেশের জয় হোক

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।