আমাদের কথা খুঁজে নিন

   

শুষ্ক স্মৃতি

এখনও বসন্তের অনেক বাঁকি

আকাশ ছোঁয়া ঐ মাটি থেকে ঠিক এক কদম আর একটু দূরে হাতছানি দিয়ে ডাকে পথের ধুলায় তোমার পায়ের তলের, ভর দুপুরে। তারার রং থেকে চুরি করে তার আকাশ রঙিন হল, গ্রীষ্মের মেঘ থেকে বৃষ্টি নিয়ে তার অশ্রু জল পেল। আপন ভেবে হাওয়া শিরশিরিয়ে ছুঁয়ে গেল সজল আঁখির বিন্দুটারে। সাঁঝ শেষে তার আঁধার বেলা নদীর তটে স্মৃতি, ভিজে দিয়ে যায় তার বসনের নিত্য কমল রোতি। মনে পড়ে তার গীতিটারে সকল ব্যাথায়, সকল কথায় ভালবাসার তরে। (স্বপ্নীলকে ডেডিকেট করলাম আমার কবিতা ; তারপর ....সবার তরে...)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.