আমাদের কথা খুঁজে নিন

   

হায়রে অলসতা!

মাঝে মাঝে অস্তিত্ব জানান দেয়াটা জরুরী হইয়া পড়ে। তাই আমি জানান দিলাম আমি আছি, এহনো মরি-নাই।

দুই বছর ধইরা ব্লগ পইড়া কাহিল হইয়া আমি ভাবলাম এইবার জানান দেই! এক্কান নিকও লইলাম। ভাবলাম সইচ্ছায় বানান শিখুম। মাগার না, তাও না।

আমার খালি পড়তেই ভালা লাগে। আইজ ২১শে ফ্রেব্রুয়ারি, তাই কিছু লিখলাম। ফুল দেয়া হইলো না!!! শতশ্রদ্ধা তাগোরে যারা কুন্ঠিত না হইয়া মায়ের ভাষার লাইগা জীবন দিলো। ভাষাসৈনিকরা আমার অহংকার। চিৎকার দিতে ইচ্ছা হইতাছে মা কইয়া (লেহাডা এই হানেই শেষ করার ইচ্ছা আছিল না।

প্রায় তিন বছর বাংলাদেশের বাইরে। এইদিন ঘুম থেকে উঠে চিৎকার দিয়ে মাকে ডাকা। ২১ শে ফ্রেব্রুয়ারি মানেই সবাই মিলা সকাল ৫টায় শহীদ মিনার যাওয়া। বাবার ইতিহাস নিয়া স্মৃতিকাতর হওয়া। মার হাত ধরে দুই ভাইয়ের বেদীতে ফুল দেয়া।

ছোট ভাইটারে বুঝানো কোন আইসক্রিম ডা খাইলে ভালা লাগবো। এই সব তিন বছর ধইরা বনধ্‌। ) [বানান ভুলের লাইগা ক্ষমা চাই]

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.