আমাদের কথা খুঁজে নিন

   

শাহবাগের আগুন এবার ছড়িয়ে পরেছে জাতীয় স্মৃতিসৌধে

আজ বাংলার আকাশ বাতাসে শুধু ধ্বনিত হচ্ছে একটি দাবি- "ফাসি চাই , ফাসি চাই" ।ঢাকার শাহবাগ স্কয়ারের যে আগুন জ্বলে উঠেছে সারা বাংলার বুকে, সে আগুন এখন জাতীয় স্মৃতিসৌধেও। জাতীয় স্মৃতিসৌধ বাংলার স্বাধীনতার ইতিহাসে একটি অনিবার্য অংশ।তাই জাতীয় স্মৃতিসৌধে শায়িত শহিদদের আন্তাকে সঙ্গে নিয়ে আমারা আয়োজন করছি "কাদের মোল্লা সহ সকল রাজাকারদের ফাসি চাই শীর্ষ প্রতিবাদ গন সমাবেশ"।শাহবাগের প্রতিটি স্লোগান ও দাবির সাথে একাত্তরা ঘোষণা করে আমারা বেলা ১ টা থেকে স্মৃতিসৌধের প্রধান ফটকে অবস্থান নিচ্চি ও একত্রিত হচ্ছি।সর্বস্তরের জনগন , স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের সংহতি প্রকাশের মাদ্ধমে এগিয়ে যাবে আমাদের এই আন্দোলন। আসুন স্বাধীনতা বিরোধী শেষ শীকরটুকু উপড়ে ফেলার জন্য আরও একবার আমারা আমাদের জাতীয় স্মৃতিসৌধের সামনে দলে দলে ঐক্যবদ্ধ হই।আমরা থামব না, আমাদের থামান যাবে না।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।