আমাদের কথা খুঁজে নিন

   

সস্তায় চা খাওয়ার দিন শেষ

কাঙাল জানিয়া বাবা দিও দরিশন, অধম জানিয়া বাবা দিও দরিশন.....

সকাল কিংবা বিকেল। ধুমায়িত এক কাপ চা আপনাকে করে তোলে প্রানবন্ত। কিন্তু....সস্তায় চা খাওয়ার দিন শেষ। দিনে দিনে চা উৎপাদন কমে আসছে। মালিক পক্ষ অধিক মুনাফার জন্য রাবার চাষের দিকে ঝুকে যাচ্ছেন।

এক কিঃগ্রাম চা উৎপাদন করতে যে ব্যায় হয়। তার পাঁচ ভাগের এক ভাগ ব্যায় হয় রাবার উৎপাদনে। যেখানে প্রতি বছর চা উৎপাদন বাড়ানোর কথা। সেখানে সংকোচিত হচ্ছে বাগান ও উৎপাদন। সেদিন আর বেশী দুরে নয় যেদিন চা আমদানী করতে হবে।

চা উৎপাদন ব্যায় বেশী হওয়ার কারনে চা উৎপাদন বিমুখি আচরন চা শিল্পকে অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। সন্দেহ থেকে যায় । চা শিল্প পাট শিল্পের মতো বন্ধ হয়ে যায় কিনা। যদি তাই হয় তাহলে এর সাথে জড়িত প্রায় ৫০ লাখ সুবিধা ভূগি মানুষ না খেয়ে মরে যাবে। এখনো চা বাগান অধ্যুষিত এলাকায় বেকারত্ব সমস্যা প্রকট।

তারা চা বাগান সন্নিকটে অবস্থিত শহরগুলোতে গিয়ে রিক্সা শ্রম বা কায়িক শ্রম দিয়ে কোন মতে জীবন যাপন করছে। কিন্তু শহর থেকে দূরে দুর্গম এলাকার বেকার চা শ্রমিক জনগোষ্টি মানবেতর জীবনযাপন বড়ই করুন। তাদের চা বাগানে নিয়মিত কাজের জায়গা কমে আসছে। রাবার প্রকল্পে কায়িক শ্রম চা বাগান হতে কম প্রয়োজন হয়। এই জনগোষ্টি অতিরিক্ত অন্য কোন কাজ করতে পারেনা ।

কারন তারা ভালো ভাবে বাংলা বলতে পারে না। সরকারী নীতিমালা ফলো না করে যদি সব দেশী-বিদেশী কোম্পানীএবং চা বাগান মালিকগন রাবার উৎপাদনে দিকে ধাবিত হয়। তার আগে তাদের, উচিত হবে তাদেরকে এই পরিবর্তিত অবস্থার সাথে খাপ খাওয়ানোর ব্যবস্থা করা। তার সাথে সাথে বিকল্প কর্মসংস্থানের জন্য যথাযথ প্রশিক্ষনের ব্যবস্থা করা। তা না হলে আমরা নিকটস্থ শহরের মানুষগুলো মারাত্বক সামাজিক সমস্যার মুখোমুখি হবো।

যে সমস্যার দায় মালিক পক্ষ নেয়ার জন্য প্রস্তুত নাও থাকতে পারে। এখনও সময় আছে যদি চা উৎপাদনের জমি রাবার বাগান গ্রাস না করে । তাহলে এই সমস্যা গুলো বিলম্ভে আমাদের সামনে উপস্থিত হবে। তখন এমনও দিন আসতে পারে এক কাপ চা কিনতে হবে চড়া দামে।


সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.