আমাদের কথা খুঁজে নিন

   

জানি তুমি আজ কাঁদবে(০২)....(উড়ো চিঠি)

www.shopnopuri.net

Click This Link প্রথম অংশের পর.............................। তোমাকে-তো মৃথিলার কথা বলে ছিলাম,ঐ যে,ছোট একটা মেয়ে যে-কিনা ধমক দিয়ে আমার কাঁচা ঘুমটা ভেঙ্গেছিল। সেদিন মৃথিলাকে স্বপনে দেখলাম। তাকে স্বপনে তিন বছরের শিশুর মত লাগছিল,যে শিশু জানা সব শব্দ দিয়ে কোনরকমে মনের ভাব প্রকাশ করটে পারে। আচ্ছা স্বপনে যা দেখেছি সেটা আগে বলে নেই,,,,ছোট বলের মত কি একটা জিনিস দু`হাতে নিয়ে মৃথিলা খেলছিল।

তার চোখ-মুখ হাসি ঝকমক করছিল। আমি অনেক্ষণ ধরে দূর থেকে তার খেলা দেখছিলাম। তার হাতে কি এমন জিনিস যে,সে একটু পর-পরি খিলখিল কোরে হাসবে!ধীরেধীরে মৃথিলার আনন্দের মাত্রা বাড়তেই থাকে। আমার কাছে কেন জানি মনে হচ্ছিল ,ঐ মেয়েটা প্রদ্বীপ হয়ে জ্বলছে,তার চারপাশে আলো ছড়িয়ে দিচ্ছে,এমনকি তার পাশে যে আসবে সেও আলোকিত হবে। মৃথিলার সাথে কথা বলতে ইচ্ছে করছে।

আমি তার কছে গেলাম,মেয়েটার মাথায় হাত রেখে বললাম,, ইস্টি-মিষ্টি তুমি কেমন আছ? (ইষ্টি-মিষ্টি নামটা আমার দেওয়া) ভালো আছি। তোমার হাতে ওটা কি? পৃথিবী। (এই শব্দটা হয়তো নতুন শিখেছে,তাই ইচ্ছে মত শব্দটা ব্যবহার করছে) ইষ্টি-মিষ্টি তোমার পৃথিবী খুবি সুন্দর,ওটা কি আমার হাতে দেবে,আমিও খেলব। মৃথিলা তার পৃথিবী আমার হাতে দিয়ে চলে গেল। পুরনো কাপড়কে প্যাচিয়ে সে একটা বল বানিয়েছে,এটাই তার পৃথিবী।

এই কাপড়ের পুটলাটাই তারে প্রদ্বীপের মত দ্বীপ্তিময় করে রেখেছিল। মেয়েটা আমার চোখের আড়াল হয়েছে। তার পৃথিবী আর তার হাতে ফিরিয়ে দিতে পারবনা,তাই ফেলে দিলাম,হাতে কাপড়ের পুটলা নিয়ে আমিত আর তার মত খেলতে পারিনা! মৃথিলা এখন অন্য কিছু নিয়ে খেলছে হয়ত। বলাতো যায়না,এখন হয়তো সে পুরো সৌরজগত নিয়েই খেলছে। শিশুরা বড়ই বৈচিত্রময়।

" স্বপ্ন হয়ত এমনি হয়। আমাদের অবচেতন মন,চেতন মনকে সব সময়ই কিছু শিখাতে চায়। কিন্তু আমরা ক`জনইবা তা বুঝে শিক্ষা গ্রহণ করি! কাপড়ের বল মৃথিলার হাতে গেলে সেটা পৃথিবী হয়ে যায়,আর আমার হাতে আসলে হয় কাপড়ের পুটলা। জিনিসটা নিয়ে খেলে মৃথিলা আনন্দ পেয়েছিল,প্রদ্বীপের মত জ্বলছিল,কিন্তু আমার হাতে কাপড়ের পুটলা আমাকে ধাঁধাঁয় ফেলে দিয়েছিল। বলতে গেলে পৃথিবীর সব কিছুই আমার বিরক্তি লাগে।

কেন এমন হয় বুঝিনা!কেন আমি স্বপনের মৃথিলার মত করে পৃথিবিকে স্পর্শ করতে পারিনা? জানো,আমার পৃথিবী অনেক জঠিল হয়ে গেছে। আমি যদি কোন কারণে প্রাণ খুলে হাসি,তাহলে আমার পাশের মানুষটির হিংসে লাগবে,আর যদি অকারণে হাসি,তাহলে তারা আমাকে পাগল বলবে। কেউই আমাকে মৃথিলার মত করে দেখবেনা,আমাকে জ্বলতে দেবেনা প্রদ্বীপের মত........। ---------------------লেখাটা চলবে-------------------


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.