আমাদের কথা খুঁজে নিন

   

তিনটা গ্লাডিওলাস অথবা পাচঁটা গোলাপ



১৪ তারিখ , না থাকলে এত ফুল পাখিরা একজন আরেক জনকে দিতোনা । যারা প্রেম করে আমার মনে হয় ওরা পাখি । কোকিল বা কাক। আমার সুইট ফেন্ড তন্দ্রা প্রেম প্রেম ভাব নিয়ে আজ উদয় হলো , প্রতি মাসে ২/১ বার আমরা প্রেমে পরি ,সিরিয়াস কিছু না । তবে বড় হইছি ,সিরিয়াস হতে হবে ।

দুঃখ হলো খালি হাতে বের হলাম । ফিরলাম তিনটা গ্লাডিওলাস আর পাচঁটা গোলাপ নিয়ে । প্রেমের ফুল না । ভাবস এর ফুল । কেউ গান শুনালো না , তিনটা কথা বল্লোনা , আসলো না ।

আচ্ছা ছোট বেলায় কেনও রাজকন্যার গল্প শুনলাম । আমারা খালি ভাবি যে আসবে সে ঘোড়ায় চড়েই আসবে । ঘোড়ার গাড়ি নিয়ে আসতে তো পারে । ঘন্টায় ভাড়া করে ........... যা তোরা চিল্লাচিল্লি করে ভ্যালেনটাইন পালন করিস একটু রোমান্টিক হইতে পারিস না?

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।