আমাদের কথা খুঁজে নিন

   

ভদ্র সমাজের ভদ্র মানুষ

তাহমিদুর রহমান

মাঝে মাঝে অভদ্র হতে ইচ্ছে করে লাজ-লজ্জার বালাই না করে উল্লসিত কোন এক বিকেলে একদম দিগম্বর হয়ে, সমুন্নত শিরে গ্রামের মেঠোপথ দিয়ে দৌড়াতে ইচ্ছে করে। স্বাভাবিকভাবেই আমার ইচ্ছে কখনোই পূরণ হয় না। ভয় হয়।যদি ভেঙ্গে পড়ে সেই চিরচেনা প্রিয় মূর্তিটা। তাই এ ইচ্ছের অনুভূতি রয়ে যায় শুধুই অপ্রাপ্তি এবং নৈঃশব্দের সুনিবিড় গোপন গহ্বরে বাসা বেঁধে ভদ্র সমাজের ভদ্র মানুষ হিসেবেই বেঁচে থাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।