আমাদের কথা খুঁজে নিন

   

তপ্ত শাহবাগ; দৃপ্ত শপথ

কোটি প্রান, উচ্চকিত কন্ঠ, অভিন্ন দাবী আমি সাক্ষী হয়েছি সেই দুর্নিবার জনস্রোতের সাক্ষী হয়েছি মরচে পড়া অনুভুতির পুনর্জাগরনের আগামী প্রজন্মের জন্য তুলে রাখা এক দুর্দান্ত সত্যের শাহবাগ, তুমি আমার প্রতিচ্ছবি অদেখা একাত্তরের। কচি কচি হাত উর্ধে তোলা নবীনে প্রবীনে সমান দোলা কন্ঠের জোর, হোক যতদূরে ভোর শাহবাগ আজ মূর্ত হয়েছে বলিষ্ঠ প্রতিবাদে। তুই আমি চল মিলে পিপিলিকা দল ছিন্ন করি সে জঘন্য শীর টান মেরে তুলি বিবেকের তীর উত্তাল সুরে রচনা করি বিজয় সঙ্গীতের। আজ অকৃপণ মন ঐক্যের তরে দেখো, স্ফুলিঙ্গ কিভাবে আগুন গড়ে প্রতিবাদী মন জন্ম দিয়েছে শাহবাগ কাব্যের “জয় বাংলা” যখন আমার শ্লোগান মুষ্ঠিতে ছোটে দৃপ্ত সাহস তৃপ্ত হয়ে মিটাই ক্ষুধা প্রতিবাদী সত্তার। চার দশক পর, ঠিক পুরাতন ঝড় অপরাধের সীমা ঠিক জাগিয়েছে সুপ্ত আগ্নেয়গিরি আমার মা আর পবিত্র মাটি নর্দমার কীট, তুই সে অনুভতির বিশ্বাসঘাতকতাকারী দেশদ্রোহী তুই কলেমা পড় শাহবাগে রাজপথে নিলাম, তোর মৃত্যুর ঠিকাদারি।  

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.