আমাদের কথা খুঁজে নিন

   

“আধুনিক বাংলা গান”



(আধা-ক্লাসিক্যাল ঢং) "আমি এক বোকা রাজা দোষ না করেও নেই গো সাজা - ভাঙে হৃদয়, তবুও বলি বাজনা বাজা; মিলনগীতির ঝরণাধারা উঠুক জেগে, সবার হৃদয় থাকুক তাজা।। হবুচন্দ্র হলেও বুঝি ছিল ভাল, ওদের তবু গবুচন্দ্র থাকে - আমার মনের নোনাজলে দারুচিনি দ্বীপের মত আমার আমি একলা শুধু জাগে। সবার চলার পথ বানিয়ে, অবশেষে বেছে নিলাম মেঠো; শিশিরভেজা।। রক্তলোলুপ মহারাজাও নয় একাকী, ওদের তবু নেকড়ে আছে পোষা - চন্দ্র-চাতক জীবন আমার, বেছে নিলাম জোছনাবিহীন দী্র্ঘছায়া কালো শনির দশা। ফুল বেচে ভাই কাঁটা কিনি, এ কেমন বিকিকিনি; আমার কিছু যায় আসে না, ভাবুক যে-যা।।" ----আশরাফ শামীম রচনাকালঃ ৫ই ফেব্রুয়ারি,২০০৯ইং, শীত

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।