আমাদের কথা খুঁজে নিন

   

রক্তে রাঙ্গানো একুশ..........!

তরুণ ব্লগার ০১৭১৯২৩২০১২

এই পৃথিবীতে গেয়েছি আমরা মাতৃভাষার গান মাতৃভাষাকে রক্ষা করতে দিয়েছি আমরা প্রান, রক্ষা করেছি মাতৃভাষা বাংলা ভাষার মান বরকত ও রফিক সালাম আমাদেরি সন্তান। ওদের সঙ্গে জব্বার আর সফিউর দিল জান ওদের রক্তে লেখা হয়েগেছে শহীদের অভিধান, একুশ অতীতে শুধু আমাদরি ছিল এখন তা আর নয় দু' হাজার সাল থেকে পালিত হচ্ছে জগৎ বিশ্বময়। বিশ্ব সভাতে মর্যাদা পেল আমাদেরি অর্জন ভাষা শহীদেরা আজ পৃথিবীর সকলের প্রিয়জন........ আমার ভায়ের রক্তে রাঙ্গানো একুশে ফেব্রুয়ারী পৃথিবী জুরে শুনা যায় শুধু জয়গান তারি, আমি কি ভুলিতে পারি..........? সবাই কে ভাষার মাসে রক্তাত একুশের রক্তিম শুভেচ্ছা.................!

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।