আমাদের কথা খুঁজে নিন

   

কবিতাঃ রক্তে রঞ্জিত

আলমগির সরকার 'লিটন' বগুড়া জেলার সারিয়াকান্দি থানার সারি সারি সুপ্রশার বাধ,বাধের দুধারে সবুজ শ্যামল অপরূপ দোল খাওয়নো কলা গাছ যেনো টলটল করা যমুনার পাগলা স্রোতে সাথে মিশে যাওয়া 'সরকার বাড়ির'এক সাধারণ পরিবারে ৫ জুলাই ১৯৮১ সালে জন্মগ্রহণ করেছি,সহজ সরল ভাবে বড় ষড়যন্ত্র আর কালরাতের দাঁত কামড়ানো মন্ত্র,দু’য়ের মাঝে ভয়ংকর এক কণ্ঠ। মনের কুটিরে প্রেম ছিল ঠিকি বন্ধি, গোপনে করেছিল প্লাবন তুলা সন্ধি। উঠান জুড়ে জ্বল জ্বল করে জ্বলছে রক্তে রঞ্জিত,কলঙ্কের ভয়ে সাধু সন্ন্যাসী হয়েছ যদি এতোই ভয়,অতোই সমুদ্রে ঢেউ তুলেছিল কেন?গন্ধহীন রজনীগন্ধা করেছিল ছুড়াছুড়ি। কালরাতের মন্ত্রটা ছুঁয়ে গেলো ঐ গায়ে, সঙ্গে সঙ্গে দেহটা পুড়ে অঙ্গার হয়ে গেলো, স্মৃতির পাতায় পাতায় আজও অঙ্গার,লাল হয়ে যাওয়া শীতল পাঠিটা আজও রক্তে রঞ্জিত। লেখার তারিখঃ ১৯/০১/১৩

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।