আমাদের কথা খুঁজে নিন

   

ঢাকায় কোকিল!! - কুহু - প্রথম শোনা - যেন শুভ আগমন ধ্বনি - ফাগুনের সুর

FROM MIRPUR DHAKA

বঙ্গভবনের দেয়াল ঘেড়া বাগানে - অনেক দিনের না শোনা সেই কুহু কুহু ডাক - ঢাকায় কোকিল!!! - আমার প্রথম শোনা এই শহরে - শুভ আগমন ধ্বনি - ফাগুনের সুর - সুখ অনুভব - একাকি কোন নির্জনে যেন বসে আছি - আসেনি ফাগুন তবু মাতাল বাতাসে আমার মন উদাসী হয়ে যায় - খুজি হাড়িয়ে যাওয়া দিনগুলোকে - মনে পড়ে - সেই গানটা - অনুপ ঘোষালের গাওয়া সেই - "যারে যারে ঐ - কালো কোকিল - তুই যারে - ফিরে যারে - তুই এখনে পিচ ঢালা পথে - ফাগুন খুজিস নারে - যারে যারে ঐ - তোর পঞ্চিমী সুর হাড়িয়ে গেছে - দুখির অস্ত্রুূ জলে"

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।