আমাদের কথা খুঁজে নিন

   

আমার শততম পোস্ট


ব্গার বন্ধুদের সাথে আড্ডা দেবার নেশায় পেয়ে বসেছে। সে সাথে চেষ্টা করেছি বন্ধুদেরকে যত সম্ভব কম আহত করে নিজের ভাব ব্যক্ত করতে এবং বন্ধুদের আড্ডা জমানো মজার লেখা লিখতে। সাফল্য বা ব্যার্থতা বিচারের স্থান ব্লগ না। তবু নিজের লেখায় '+' এলে যতটা আনন্দ পেয়েছি '-' এ বিচলিত হয়েছি তার চেয়ে বহুগুণ বেশী। যদিও একই সাথে সবাইকে সন্তষ্ট করা একটু কঠিন বৈকি তবুও চেষ্টা করেছি নির্মল আনন্দ শেয়ার করতে।

আর তাই একটু ভিন্ন পরিসংখ্যান তুলে ধরছি। যা আমার কাছে অনেক গুরুত্বপূর্ণঃ এই হিসেবে যে আমি ব্লগের অন্যান্য বন্ধুর কাছে বন্ধু হিসেবে বিশ্বস্ততা অর্জন করতে পেরেছি কি না। আমার ধারণা বড় বড় জনপ্রিয় ব্লগারের ধারে কাছে না ঘেঁসতে পাররেও এই প্রাপ্তির পরিসংখ্যান আমার কাছে খুবই ভাল লাগার মত ব্যাপার। এ পর্যন্ত্ আমার লেখায় '+' পড়েছে ৫০৯ টি, '-' পড়েছে ৯৪ টি (অনুপাত ৫.৪/১ প্রায়)। + ও - এর সর্বোচ্চ ব্যবধান (+ ২ টি - ১১ টি) যে লেখায় তা হল Click This Link এছাড়া আরও ৬ বার একুণে মোট ৭ বার '-' ছাপিয়ে গেছে '+' কে।

ব্লগার পরিসংখ্যান পোস্ট করেছেন: ১০০টি মন্তব্য করেছেন: ১৪৪৯টি মন্তব্য পেয়েছেন: ১৫৯৫টি ব্লগ লিখেছেন: ৫ মাস ২ সপ্তাহ ব্লগটি মোট ২০২৫৯ বার দেখা হয়েছে ব্লগার বন্ধুদের প্রতি আমার কৃতজ্ঞতা ভাষায় প্রকাশ করার না। চোখে না দেখেও কারো মনের এত কাছে আসা সম্ভব তা এখানে না এলে শিখতাম না। এখানে এসে শিখেছি কি ভাবে সত্য কে তুলে ধরা যায়, মিথ্যাকে পরিহার করা যায় আর কি ভাবেই বা বঞ্চিতের পাশে দাঁড়ানো সম্ভব। শারিরিক ভাবে না হলেও অন্ততঃ ভার্চুয়াললি। (আরেকটা বিষয় জেনেছি: খুব খারাপ লিখিনা ) সবাইকে অসংখ্য ধন্যবাদ।


 

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।