আমাদের কথা খুঁজে নিন

   

বিধ্বস্ত



হয়ে আছি চরম বিধ্বস্ত। কোন কিছুতেই ঘটে যাওয়া ঘটনাগুলো মানতে পারছি না। বড় অদ্ভুত এই জীবন। একদল মানুষ শুধু সহ্যই করে যায়, আরেকদল মানুষ শুধু অত্যাচারই করা যায়। অভিনয় করতে হয় প্রতিনিয়ত বেঁচে থাকার জন্য।

যাকে আপন ভেবে নিজের সবকিছু জলান্জলী দিয়েছিলাম, সুযোগ বলে আঘাত করতে সেও ছাড়ে না। এত সমস্যা, এত অস্থিরতা, এত বাজে ঘটনা - আর পারছি না। কোন দিন যে ভেংগে চূড়মার করে দেব সবকিছু। আর অভিনয় করতে ইচ্ছা করে না। নিজের মত করে বাঁচতে ইচ্ছা করে।

ভালভাবে আনন্দে। মানুষের এত বাজে রূপ আর দেখতে চাই না, আর সেগুলো যখন হয় খুব প্রিয় মানুষগুলোর - তখন ব্যাপারগুলো আরও অন্যরকম হয়ে যায়। মনে হচ্ছে আমার সিপিইউ টাই ভেংগে ফেলি, ভেংগে ফেলি মনিটরটা। সব সম্পর্ক, সব অধিকার শেষ করে দিয়ে চলে যাই অনেক দূরে, যেখানে আমাকে কেউ পাবে না। নিজের মত করে বাঁচতে যাই।

একটা সমস্যা গেলে, আরেকটা আসে - একেকটার বৈশিষ্ট্য একেকরকমের । সাধারন সমস্যা হলে মানতাম। সব বিদঘুটে, যার সমাধান আমার হাতে নেই, এই ধরনের সমস্যা এসে হাজির। ভালভাবে বাঁচতে চাই, একদিন অন্তত শান্তিমত ঘুমাতে চাই, প্রাণভরে নি:শ্বাস নিয়ে বলতে চাই - আমি ভাল আছি।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।