আমাদের কথা খুঁজে নিন

   

সিটিতে বিধ্বস্ত ম্যানইউ

গত রবিবার ডাগ আউটে দাঁড়িয়ে ডেভিড ময়েস প্রহর গুনছিলেন, কখন শেষ হবে ম্যাচ! আর ইত্তিহাদ স্টেডিয়ামের দর্শকরা আরও কিছু গোল দেখার লোভে সময়ের দীর্ঘতা চাইছিলেন। ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্তরা আফসোস করছিলেন, আহা, স্যার আলেঙ্ ফার্গুসন যদি থাকতেন! গত রবিবারে ফার্গুসন থাকলে কি হতো কে জানে! তবে বাস্তবতা হলো ইত্তিহাদ স্টেডিয়ামে ম্যানচেস্টার ইউনাইটেড আরও একবার বিধ্বস্ত হয়েছে ম্যানচেস্টার সিটির কাছে। আগুয়েরোদের দুরন্ত ফুটবলের কাছে ৪-১ গোলের পরাজয় মেনে নিতে বাধ্য হয়েছে রেড ডেভিলরা। ময়েস-পেল্লেগ্রিনি লড়াইয়ে জয় হলো পেল্লেগ্রিনিরই!

ইংলিশ প্রিমিয়ার লিগে কেবলমাত্র ফুটবলেরই লড়াই হয় না, সেই সঙ্গে এখানে মনস্তাত্তি্বক লড়াইটাও গুরুত্বপূর্ণ। মানসিনি-ফার্গুসনের লড়াইয়ের উত্তরাধিকার বর্তেছে পেল্লেগ্রিনি-ময়েসের কাঁধে।

সেই উত্তরাধিকার যে তারা বহন করার যোগ্যতা রাখেন, এর প্রমাণই কি গত রবিবারের ম্যাচটা! ম্যানইউর পরাজয়ে ভক্তরা নাখোশ হতে পারেন, তবে জয়টা তো ম্যানসিটিরই প্রাপ্য ছিল! ম্যাচের ১৬ মিনিটে কলারভের ক্রশ থেকে ভলিতে যে গোলটা করেন আগুয়েরো, তা ছিল সূচনামাত্র। প্রথমার্ধ শেষ হওয়ার আগেই নেগ্রেদোর পাস থেকে গোল করেন ইয়া তোরে। দ্বিতীয়ার্ধের ৪৭ মিনিটে আগুয়েরোর গোল ম্যানসিটিকে ৩-০ ব্যবধানে এগিয়ে দেয়। এরপর ময়েস কেবল ম্যাচটা শেষ হওয়ারই অপেক্ষা করছিলেন! তবে শেষ পেরেক হিসেবে ফরাসি তারকা সামির নাসরি ৫০ মিনিটে গোল করেন। বাকি সময়টুকু ম্যানসিটির জন্য যতটা আনন্দদায়ক ছিল ম্যানইউর জন্য ততটাই ছিল অস্বস্তির।

শেষ পর্যন্ত রুনির পা খুঁজে পায় ম্যানসিটির জাল। ততক্ষণে ম্যাচের ৮৭ মিনিট পেরিয়ে গেছে। পরাজয়টা কেবল সময়ের ব্যাপার। ইত্তিহাদ স্টেডিয়ামে আগেও অসংখ্যবার পরাজিত হয়েছে ম্যানইউ। লিগে ২৪ বার পরাজিত হয়েছে তারা।

তবে গত রবিবারের ম্যাচটাতে বারবারই ফিরে আসছিল আলেঙ্ ফার্গুসনের নাম। ডেভিড ময়েস কি তবে ফার্গুসনের যোগ্য উত্তরসূরি হতে পারছেন না! এ পরাজয় ম্যানইউকে ঠেলে দিয়েছে লিগের ৮ নম্বরে। ৫ ম্যাচে রেড ডেভিলদের অর্জন ৭ পয়েন্ট। অন্যদিকে সমান ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে ম্যানসিটি উঠে গেছে তিন নম্বরে। ইংলিশ লিগে ৫ ম্যাচ করে খেলে সমান ১২ পয়েন্ট করে অর্জন করেছে আর্সেনাল ও টটেনহ্যাম।

পরের সারিতে ১০ পয়েন্ট করে অর্জন করে সমান্তরালে ম্যানসিটি, চেলসি ও লিভারপুল। গত রবিবার আর্সেনাল ৩-১ গোলে হারিয়েছে স্টোকসিটিকে। এ ছাড়া টটেনহ্যাম ১-০ গোলের জয় পেয়েছে কার্ডিফ সিটির বিপক্ষে। ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যানইউর একাধিপত্য বুঝি শেষ হতে চলল! ময়েসের স্বীকৃতিটা কি তাই বলছে! 'আমরা পুরো ম্যাচেই তাদের রুখবার চেষ্টা করেছি, কিন্তু সফল হইনি। ' অন্যদিকে পেল্লেগ্রিনি বলেছেন, 'সাধারণত ম্যানইউর মতো দলের বিপক্ষে ৪-১ ব্যবধানের জয়টা খুব সহজেই কেউ আশা করে না।

তবে যেভাবে আমরা খেলেছি, তা খুবই গুরুত্বপূর্ণ। খেলার ধরনটাই আমাকে বেশি আনন্দিত করেছে। '

 

 

সোর্স: http://www.bd-pratidin.com/

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.