আমাদের কথা খুঁজে নিন

   

মহুয়া কথা



'নয়া বাড়ি লইয়ারে বাইদদ্যা লাগাইলো বাইঙঙ্গন সে বাইঙঙ্গন তুইলতে কইন্যা জুড়িলো কাইন্দন কাইন্দনা কাইন্দনা কইন্যা না কান্দিও আর সে বাইঙঙ্গন বেইচা দিয়াম তোমার গলার হার' আকাশ ভাইঙ্গা মেঘ উঠে কইন্যা, উঠান ভাঙ্গে ঝড়। তোমার বাজুবন্ধে কান্দে শালিক যৈবন মোর। কলসি ভইরা জল উঠাও-উঠাও আমার হিয়া। আর খোঁচাইয়োনা কইন্যা শূলের বড়শি দিয়া। কইন্যা শূলের টেডা দিয়া।

কইন্যা রাখো আমায় কণ্ঠা কইরা, থাকো পিঞ্জর কইরা তোমায় আমি দিবাম স-বই লক্ষ পিরিত কিরা নদীতে ঝড়। ভাঙ্গে কূলের মাটি। কইন্যা কেবল সোনার গতর দোলায়। কূল উপচায়। হাতের আঙ্গুল দোলায় তারা বাজির লাহান।

দোহাই কইন্যা তাম্বুল-রস ঠোঁটে তোলো আমার কায়া টানি। তুষের অনলে আর রাখিও না কইন্যা আমার দেহখানি। কোথায় যাওগো পালঙ্ক কইন্যা নদীর জল ছিড়া শীতল পাটি বিছাইয়া গো মোরে পাতো তোমার হিয়া নদীর জলে টুপ করে ঝরে পালক, ঢেউয়ের কালিন্দে ভাসে। কইন্যা তুলিয়া লও পালক, বিধ বেণী খোপায়। তোমার রতিদেহে মিশব পালক সিঁদ কেটে কেটে।

তোমার বক্ষে আমার কথা দেখো পরানে মোর সুর মিছাই পাও গো দুঃখ মাধবী নিজেই রাখো খুর ভাসান জলে কার নাও যায়? কইন্যা মহুয়ার! কইন্যা কসম লাগে ফিরাও ত্বরা, ঘাটে লাগাও নাও। তোমার পদ্মনাভে পোঁতা দেখো আমার নাওয়ের নোঙর। তুমি আমার নোঙর কইন্যা, তুমি দেহের অধিক ভেলা। (কবিয়াল মনসুর বয়াতী, কবি শামীম আজাদ এবং কবি গেওর্গে আব্বাস,আমায় অঞ্জলী ভরে দিয়েছেন এ সুর রেখেছেন কইন্যার করে)

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।