আমাদের কথা খুঁজে নিন

   

মহুয়া গীতিকা

আমি যেন এক মেঘ হরকরা

চন্দ্র সাক্ষী সূর্য সাক্ষী আর সাক্ষী তুই শোন্ ওগো শোন্ পালঙ সই... হিমানী পর্বত থেকে গারো পাহাড় : পালঙের করুণ বাঁশিতে মহুয়ার গান, নদীর পলিতে জমে নদের চাঁদের খুন পাহাড়ে স্মৃতিস্থ বিষলক্ষ্যার ছুরিকা। চন্দ্র সাক্ষী সূর্য সাক্ষী আর সাক্ষী তুই শোন্ ওলো শোন্ পালঙ সই ... পাহাড়ে বরাবরই থাকে সেদিনও ছিল খুব, সংবেদন ছিলনা শুধু বেদে সর্দারের : স্পন্দমান দুটি হৃদয়,আমূল বিদ্ধ, গীতিকা হয়ে ফেরে আসমুদ্র হিমাচল। চন্দ্র সাক্ষী সূর্য সাক্ষী আর সাক্ষী তুই শোন্ ওলো শোন্ পালঙ সই... উপকথার পলি উর্বরা জনপদ ভালোবাসা রাখে বাঁচিয়ে নাগরিক অন্ধকার আলো করে রাখে গারো পাহাড়ের কাহিনী-জোনাকি।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।