আমাদের কথা খুঁজে নিন

   

কবিতা: শীতের রাতের প্রেয়সী

যার ঘড়ি সে তৈয়ার করে, ঘড়ির ভিতর লুকাইছে

["শীতের রাতের প্রেয়সী" শব্দটি অনেক আগে কোথায় যেন শুনেছি বা পড়েছি। মনে গেঁথে গিয়েছিলো। ] ************************************************************** শীতের রাতের প্রেয়সী সে ছিলো আমার শীতের রাতের প্রেয়সী। তার নিঃশব্দ আসা যাওয়া, আর, টেরিয়ে তাকানো, দুষ্টুমীভরা মৃদুহাসি মুখ, সবই, ছিলো যেন মোর শীতের রাতের হিটারের উষ্ণতা। আমার কাঙাল চেহারার কোণে একফোটা আশা হয়ে, একগোছা তার গোলাপের মতো, আধো আধো কোনো প্রস্ফুটিত হাসি।

যেন বলাতো আমায় অধীর হৃদয়ে, "ভালোবাসি, ভালোবাসি! ভালোবাসি। " সে ছিলো আমার শীতের রাতের প্রেয়সী। তার আলতো হাতের কাঁচের চুড়ির রিনিঝিনি গান, ঝুন ঝুন ঝুন -- লয়, তাল, রাগ, সবই, ছিলো যেন মোর শীতের রাতের রঙীন নক্সীকাঁথা। আমার বিরান ঘরের কোণায় একরাশ আলো হয়ে, জোয়ার ভাটার মতো দেখা তার কিঞ্চিত লাজে চঞ্চল কেশরাশি। যেন বলাতো আমায় উন্মাদ প্রাণে, "ভালোবাসি, ভালোবাসি! ভালোবাসি।

" সে ছিলো আমার শীতের রাতের প্রেয়সী। তার মত্ত বাহুর বিজিত থমকে যাওয়া, হতবাক চোখে মৃদু অভিযোগ, অনুরাগ, প্রেম, সবই, ছিলো যেন মোর শীতের রাতের ডায়রীর নীল পাতা। আমার প্রগাঢ় হৃদয়ের কাছে সাগরের ঢেউ হয়ে, স্বপ্নদেবীর মাদকে জড়ানো, ঠোঁটের কোণের আদরমাখানো হাসি। যেন বলাতো আমায় মাতাল ঘ্রানেতে, "ভালোবাসি, ভালোবাসি! ভালোবাসি। " সে ছিলো আমার শীতের রাতের প্রেয়সী।

শব্দদূষণ, তাপদূষণ, পানিদূষণ, মানবদূষণ -- আর দূষিত ভালোবাসার এই শহরে এখন, শীতকাল আর আসেনা তেমন করে। আমার শীতের রাতের প্রেয়সীও তাই, বেঁচে থাকে শুধু, অস্পৃশ্য এই ডায়রীর পাতা জুড়ে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.