আমাদের কথা খুঁজে নিন

   

সামহয়ারইন ব্লগ এখন পানসা পানসা লাগতেছে, কোন বিনোদন নাই।

কোথায় পাব শান্তি,তাই খুজেঁ বেড়াই।

নো রাজাকার,নো বিনোদন। এক সময় ত্রিভুজ আর আশরাফ রহমান খুব দাপড়ে বেড়াতেন এই ব্লগে। রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরুধীতা করছিল। বঙ্গভঙ্গের বিরোধিতা করছিল,আর হেরে ঢাকা বিশ্ববিদ্যালয় মাথায় তুলবার চায়।

জনাব ওসমানি সাহেব কেন ১৬ই ডিসেম্বর আত্বসমর্পনের অনুষ্ঠানে ছিলেন না। এইসব হাবিজাবি। অনেক ব্লগার উত্তর দেওয়ার পর হেরা এখন প্রায় চুপ। আশরাফ রহমান আর ইবনে সালাম এখন ড়েডিও তেহরান থেইকা কপি পেষ্ট মারে খালি। শঙ্খচীল,দ্বিপবালক এদের দেখা যায়না এখন।

আস্তবাতি গতবছর থেকে নাই। বড় ধরা খাইছে হে ২০০৮ এ। ফজলে এলাহি মাঝে মাজে পোষ্ট দেয় এই রকম,আপি আগে উট নাকি আগে ফজলে এলাহি,নাকি আগে ফজলে এলাহি পরে উট(আগে মুসলমান নাকি আগে বাঙ্গালি)। আওরঙ্গজেব মাজে মাজে পোষ্টায় তবে উনি কোন কমেন্ট গ্রহন করেন না বা কমেন্ট মডারেশন করেন। সততার আলু আল্লাহর অস্তিত্ব নিয়া পোষ্টায় কারন নিজেদের অস্তিত্ব এখন হুমকির মুখে।

শাওনরে আর দেখি টেকি না। সরফ আগে ভট চাইয়া পোষ্ট দিত। এখন শুধু কমেন্ট করে। নুরে আলম সহ এইরকম সবগুলা সামু ছাইড়া প্রথম আলুতে আস্তানা গাড়ছে। নির্বাচনে হারার পর এদের মনোবল ভেঙ্গে গেছে।

তাই আগের মত আসেনা। জিতলে কিন্তু ঠিকই আসত। রাজনীতি নিক টা সংগ্রাম আর সোনার বাংলা পত্রিকা থেকে কপি পেষ্ট মারে। ঐটা কিন্তু পেইড ব্লগার। কোন মন্ত্রী কি কইল আর কি করল এইসব।

এখন সামুতে আসলে আগের মত বিনোদিত হইনা,পানসা পানসা লাগে। তবে ভাল লাগে কারন ছগুর সংখ্যা কমে গেছে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.