আমাদের কথা খুঁজে নিন

   

যারে উড়ে যারে পাখি



যারে, যারে উড়ে যারে পাখী ফুরালো প্রাণের মেলা শেষ হয়ে এলো বেলা, আর কেনো মিছে তোরে বেঁধে রাখি!! আকাশে আকাশে ফিরে, যা ফিরে আপন নীড়ে, শ্যামল মাটির বনছায়!! শুধু মনে মনে তোরে ডাকি চাহিনা খেলিতে খেলা, শেষ হয়ে এলো বেলা আর কেনো মিছে তোরে বেঁধে রাখি!! আমারি কথন হয়ে, কত কিযে গেছো কয়ে হৃদয় পিন্জরে বসিয়া---- জানি, সবি রয়ে গেলো বাকী এবারে ভাসাবো ভেলা, শেষ হয়ে এলো বেলা । আর কেনো মিছে তোরে বেঁধে রাখি!! Click This Link ছোট্ট আমার পাখী। আজ বেলাশেষে, খেলাশেষে খাঁচার দুয়ার দিলাম খুলে । সবুজ বনের পাখী। সময় ফুরিয়েছে।

কেনো আর তোরে মিছে বেঁধে রাখা? ফিরে যা তুই তোর আপন নীড়ে। তোর বাঁধন খুলে দিয়েছি, তুই আজ মুক্তো । তুই আজ স্বাধীন। সোনার খাঁচায় বন্দী করে রেখেছিলাম তোকে। চেয়েছিলাম ভালোবাসায় বশ মানাতে।

কিন্তু তোকে আটকে রাখার কোনো অধিকার যে আমার নেই। ফিরে যা তুই তোর সবুজ বনের আপন শ্যামলিমায়। তোকে মিছে বেঁধে রাখবো না আর! শুধু মনে মনে ডাকবো আমি তোকে। আমার এ অবাধ্য মনকে বাঁধবোনা আমি কোনো শেকলে। খুব মন খারাপ করা উদাস দুপুরে আমার এ পোড়ামন যদি কাঁদে তোর কথা ভেবে।

মনে মনে তোকেই ডাকবো আমি। মনে মনে ডাকবো শুধু । পৃথিবীর কোথাও কারো কানেই সে ডাক পৌছবেনা। চুপি চুপি গাইবো আমি, তোরই কাছে শেখা গান। তোকে মুক্ত করে দিতে মন চাইছে না।

তবুও তোকে বেঁধে রাখারও তো কোনো মানে নেই। আর তা পারিওনা আমি। আমার হৃদপিন্জরে বসে তুই গেয়েছিলি যে গান , বলেছিলি যে কথামালা, তাই নিয়েই কাটিয়ে দেবো আমার সকল বেলা। অনেক স্বপন দেখিয়েছিলি তুই। আমার স্বপন হয়ে অনেক কথা বলে গিয়েছিলি একদিন।

সেই স্বপনমাঝারেই কেটে যাবে আমার বাকী দিন গুলি। জানি, অনেক স্বপ্ন এখনও বাকী রয়ে গেলো, বাকী রইলো আরো অনেক গান। সবি বাকী রয়ে গেলো। তবু বেলাশেষের পারে তোকে আটকাবোনা আজ। ফিরে যা তুই আপন নীড়ে।

আমারও সময় হলো। ভেলা ভাসালাম আমিও কোনো দূর অজানায়।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।