আমাদের কথা খুঁজে নিন

   

একটি বাঘ হত্যার কাহিনী...



একটি বাঘ হত্যার কাহিনী ইউসুফ আলমগীর কুড়িগ্রামের সীমান্তবর্তী বাঘডাঙ্গা গ্রামে চিতা বাঘের থাবায় ১৫জন আহত হয়েছে। আহত ৮জনকে মুর্মূর্ষ অবস্থায় নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে আতঙ্কিত জনগণ পিটিয়ে বাঘটিকে মেরে ফেলে মৃত বাঘ নিয়ে উল্লাস মিছিল করেছে। নাগেশ্বরী উপজেলা থেকে ১০ কিলোমিটার দুরুত্বে অবস্থিত ভারতীয় সীমান্তঘেষা বাঘডাঙ্গা গ্রাম। শনিবার সকাল ১১টার দিকে যখন ঐ গ্রামে পৌছি তখন বাঘ আটকের খবরে দুরদুরান্ত থেকে শতশত উৎসুক মানুষজন ঐ গ্রামে ছুটছিলো।

ঐ গ্রামের গোপালপুর পীরবাড়ি দাখিল মাদ্রাসায় গিয়ে দেখা যায় মাদ্রাসার ছাদে মৃত বাঘ নিয়ে উল্লাস করছে অসংখ্য যুবক। এসময় অনেকেই বাঘ কাঁধে নিয়ে উপস্থিত জনতার উদ্দেশ্য হাত নেড়ে তাদের বীরত্ব প্রকাশ করছিল। মাদ্রাসার কিছুটা দুরুত্বে ইউএনও, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ পুলিশ সদস্যরা এ সময় মানুষের স্রোতের কাছে অসহায় হয়ে দাঁড়িয়ে ছিল। দুলাল, সহিদুল, মতিয়ার, শাহিনুরসহ বেশ কয়েকজন জানায়, শনিবার ভোরবেলা জমিতে কাজ করতে গিয়ে সিরাজুল ও আশরাফুল প্রথমে বাঘটিকে সরিষা ক্ষেতে দেখতে পায়। তাদের চিৎকারে ক্ষেতে কাজ করা কৃষকসহ গ্রামবাসীরা লাঠিসোটা হাতে দৌড়ে আসে।

বাঘটিও তখন ভরকে গিয়ে পার্শ্ববতী কোটল ডাঙ্গা বিলের পানিতে নেমে পড়ে। খবর পেয়ে নাগেশ্বরী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। এলাকার লোকজন গুলি চালাতে বললেও উর্দ্ধতন কর্মকর্তার অনুমতি না থাকায় গুলি করতে অপরাগতা প্রকাশ করলে উত্তেজিত জনতা পুলিশের উপর চরাও হয়ে পুলিশ ভ্যান ভাংচুর করে। এক পর্যায়ে বাঘটি বিল থেকে উঠে এসে উপস্থিত লোকজনের উপর হামলে পড়ে। উত্তেজিত জনতা বাঘটির সঙ্গে লড়াইয়ের এক পর্যায়ে পিটিয়ে মেরে ফেলে।

এতে অন্তত: ১৫ জন আহত হয়। আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় রেজাউল (৩০), নুরুন্নবী বাচ্চু (৪০), আজিজার (৬৫), সিরাজুল ইসলাম (৫০), আশরাফুল (৩০), ইসরাইল (৩৫), মজিবুর (৪০), আশরাফ (২৮)কে নাগেশ্বরী হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকি ৭জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আহমেদ কবীর জানান, মৃত বাঘটিকে বন বিভাগের কাছে হস্তান্তর করা হবে। তারা যথাযথ ব্যবস্থা নিবে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, বাঘটিকে জ্যান্ত উদ্ধার করার জন্য আমাদের চেষ্টা থাকলেও আমজনতার কারণে তা সম্ভব হয়নি। মৃত বাঘটি উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে। স্থানীয় অধীবাসীরা আশংকা প্রকাশ করে বলেন, মৃত বাঘটির সঙ্গী বাঘও থাকতে পারে। সীমান্তের ওপারে ভারতের চৌধুরীহাট গোপলপুর এলাকার বন থেকে আরও বাঘ আসতে পারে। গত কয়েকদিন থেকে প্রচন্ড শীতের কারণে বাঘ বন ছেড়ে লোকালয়ে প্রবেশ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

আহত ৬ জনকে সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.