আমাদের কথা খুঁজে নিন

   

আগামী সংসদের মেয়াদ ৪ বছর করা হোক

গভীরে যেতে চাই, অনেক গভীরে, যেখানে সুন্দর একটা মন থাকে বিশ্বের অনেক বড় বড় ক্ষমতাধর রাষ্ট্রের সরকারের মেয়াদ যখন চার বছর, তখন আমাদের দেশের সংসদের মেয়াদ ৫ বছর অনেকটা বেমানান। আমাদের রাজনৈতিক দলগুলো দীর্ঘ পাঁচ বছর ক্ষমতার বাইরে থেকে অস্থির হয়ে উঠে, ফলে ঘন ঘন হরতাল অবরোধের মত নানা কর্মসূসূচীতে জনজীবন অতিষ্ঠ হয়। রাজনৈতিক সংঘাতে জান মালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। আর এ কারণে সরকারের ক্ষমতার শেষ বছরে কাজকর্ম তেমন একটা এগোয় না। বিরোধী দলের আন্দোলন মোকাবেলায় ব্যাস্ত থাকতে হয় সরকারকে।

এখন উপযুক্ত সময় সরকারের মেয়াদ করার। কারণ সামনে নির্বাচনে কে সরকারে আসবে তা কারোর জানা নেই। এ বিষয়ে তাই কারো আপত্তি থাকার কথা নয়। আমেরিকা ও ভারতের মত বিশাল রাষ্ট্রে যদি সরকারের মেয়াদ চার বছর হয়, তাহলে আমাদের দেশেও তা হতে পারে। আর এ বিষটি এখন করা না গেলে নির্বাচনের পর তা আর হবে না।

কারণ নির্বাচনের মাধ্যমে যে দলই ক্ষমতায় আসুক না কেন,তারা কেউই হয়ত তাদের মেয়াদ খাটো করতে চাইবে না। ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

এর পর.....

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।