আমাদের কথা খুঁজে নিন

   

কিংকং সহজে কান্দে না, কিন্তু কাল থিকা কান্তে আছি

তুইলা আছাড় দিতে মন চায়

তোমাদের কাউরে কাউরে কান্দে নিয়া গতকাল খেলা দেখতে গেসিলাম। সারাটাদিন সবাই মিলে যে কত আনন্দ করসি। কিন্তু খেলা শেষ হওয়ার সময় লাস্ট কয়েক ওভারে আমি আমার চোখের পানি ধরে রাখতে পারিনাই। তোমাদের সান্তনাও আমার চোখের পানি থামাতে পারেনাই। বুঝছো অনেক আশা করসিলাম গতকালের খেলাটা নিয়ে।

অনেক প্ল্যান করসিলাম। মনে করসিলাম খেলায় জিতলে ওদের আর তোমাদের কান্দে নিয়া সারা ঢাকা শহর ঘুইরা বেড়ামু। আহা........ আমার সেই আশা পুরন হইল না। আমার সকল প্রস্তুতি নেওয়া ছিল। খালি খেলা শেষ হইবার অপেক্ষায় ছিলাম।

লাফাইতে গিয়াও লাফাইতে পারিনাই। সেই কাইল থিকা চোক্ষের পানি পড়তাছে আর থামতাছে না। কিংকং সহজে কান্দে না, কিন্তু কাল থিকা কান্তেই আছি। আমার আর কিছু ভালো লাগতাছে না।


অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।