আমাদের কথা খুঁজে নিন

   

নির্বাচনে বিজয় ব্যক্তি বা দলের নয়, ঐক্যের : হাসানুল হক ইনু এমপি

সংবাদপত্র ছাড়া জনগণ ও রাজনৈতিক সংগঠনকে শিক্ষিত করা যায় না। ঢাকা থেকে প্রকাশিত একটি জাতীয় সাপ্তাহিক পত্রিকা। সাপ্তাহিক নতুন কথা। ৩০ বছর নিরলস বিরতিহীন ও নিয়মিতভাবে প্রকাশিত হচ্ছে।

নির্বাচনে বিজয় ব্যক্তি বা দলের নয়, ঐক্যের : হাসানুল হক ইনু জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি ও ১৪ দল নেতা হাসানুল হক ইনু এমপি বলেছেন, ২৯ ডিসেম্বরের নির্বাচনে মানুষ দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, দুর্নীতি-সন্ত্রাস ও যুদ্ধাপরাধীদের বিরুদ্ধে রায় দিয়েছে।

বন্দী মানুষ মুক্তি পেলে যেভাবে হাফ ছেড়ে বাঁচে, ঠিক সেভাবেই ভোটারেরা ভোট দিয়ে হাফ ছেড়ে বেঁচেছে। নতুন ভোটারেরা যুদ্ধাপরাধীদের বিচার চায়। নির্বাচনের ফলাফলে তাঁদের ওই চাওয়ারই প্রকাশ ঘটেছে। সিলেট সফরে এসে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় তিনি দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন। সভায় হাসানুল হক ইনু বলেন, নির্বাচনে বিজয় ব্যক্তি বা দলের বিজয় নয়, ঐক্যকে ভোট দিয়েছে জনগণ।

তিনি বলেন, আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নসহ নতুন ভোটারদের চাহিদা, যুদ্ধাপরাধীদের জঞ্জাল সরিয়ে পতাকা রক্ষা, অতীতের বিজয়ের ধারা ধরে না রাখতে পারার কারণ অনুসন্ধান এবং তা সংশোধন করে মুক্তিযুদ্ধের ধ্যান-ধারণায় দেশ গঠন করতে হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.